You dont have javascript enabled! Please enable it! 1971.04.10 | মুজিবনগর সরকারের বাজেট - সংগ্রামের নোটবুক

বাজেট- মুজিবনগর সরকার

মুজিবনগর সরকারের বাজেট

এই পরিসংখ্যানে দেখা যায় স্বভাবতই প্রতিরক্ষা খাতে বরাদ্দ ছিলো সবচেয়ে বেশী (৭৪%)। তবে সবচেয়ে কম বরাদ্দ ছিলো প্রধানমন্ত্রী ও মন্ত্রীপরিষদের খাতে (০.১৫%)। ক্যাম্পে ১০০০ যুবকের ১ মাসের ব্যয় ৪৫০০০/-, বেতন জনপ্রতি ৩৩/-, রাষ্ট্রপতির বেতনভাতা = ২০০০/-, অন্যান্য সকলের মোট বেতন ৫১০০/-, দেশ থেকে নানাভাবে ১১ কোটি টাকা আনা গেছে। পাট বিক্রি করে পাওয়া গেছে ১ লাখ টাকা। [1] এই হচ্ছে আমাদের বাংলাদেশ সরকারের প্রথম বাজেটের অবস্থা। সংগ্রামের নোটবুক সংক্ষেপে নতুন প্রজন্মের কাছে তথ্য তুলে ধরবে। আর গবেষক বা যারা আরও জানতে চান তারা রেফারেন্সের লিংকে যাবেন।

Mujibnagar Government Budget
As we were involved in the liberation war, the first budget sanctioned the highest amount of money in defence sector (74%). And the Prime Minister and his Cabinet secured the lowest (o.15%). Tk. 33/- per month were allotted for each of the freedom fighters who were in the training camps. The salary of the President was fixed to 2000/-. And the other stuffs were fixed to 5100/- in total (per month). So far Tk. 11 crores have been brought from Bangladesh and only Tk. 1 lakh was earned from selling jutes. In short, this was the situation of the initial budget prepared by the Bangladesh Govt. for the first time since creation. Please follow the reference link for the details as this infography is for the mass people for having a basic idea.

Reference:

[1]      “মুজিবনগর সরকারের ৬ মাসের বাজেট | সংগ্রামের নোটবুক.”

Written and prepared by Dr Razibul Bari