You dont have javascript enabled! Please enable it! 1971.07.14 | বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন আর্থিক বিধিমালা ও বাজেট বিবরণী | বাংলাদেশ সরকার, অর্থ মন্ত্রনালয় - সংগ্রামের নোটবুক

শিরোনাম

সূত্র তারিখ
বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন আর্থিক বিধিমালা ও বাজেট বিবরণী – প্রচার, প্রকাশনা, তথ্য ও বেতার মন্তনালয়ের ৬ মাসের খসড়া বাজেট বাংলাদেশ সরকার, অর্থ মন্ত্রনালয় ১৪ জুলাই, ১৯৭১

 

গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
অর্থ মন্ত্রনালয়
তাং- ১৯ ই জুলাই ১৯৭১ ইং

স্বারক নং – অর্থ / ২৯(১২)

বরাবর ১, মাননীয় রাষ্টপতির ব্যক্তিগত সচিব
২, মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সচিব
৩, মন্ত্রী পরিষদ বিভাগীয় সচিব
৪, সাধারন প্রশাসন বিভাগীয় সচিব
৫, অর্থ বিভাগীয় সচিব
৬, বৈদেশীক নীতিবিভাগীয় সচিব
৭, স্বরাষ্ট নীতি বিভাগীয় সচিব
৮, শিক্ষা বিভাগীয় সচিব
৯, ত্রাণ কমিশনার সচিব
১০, পরিচালক যুব ক্যাম্প
১১, সমস্ত বিভাগীয় প্রশাসন
১২, তথ্য ও জনসংযোগ সচিব
আপনাদের সুবিধার্তে শর্তপূর্ণ অর্থিক ব্যয়ের নিয়ামবলী এখানে সংযুক্ত করা হল।
(কে.এ জামান)
অর্থ সচিব

শর্তপূর্ণ আর্থিক নিয়ামাবলী
১) অগ্রীম বাজেট মন্ত্রী পরিষদ কর্তৃক ও মাননীয় রাষ্ট্রপতি দ্বারা অনুমদিত হতে হবে।
২) মাননীয় রাষ্ট্রপতির অনুমতি প্রাপ্ত মন্ত্রী সভা দ্বারা গৃহিত বাজেটে নতুন করে কোন ব্যয় সংযুক্ত করা যাবে না।
৩) পাশকৃত বাজেটর মুল ব্যয়গুলি বন্টনের সময় পূর্বের মন্ত্রী সভা দ্বারা গৃহিত কোন সম্পূরক বাজেটকে অতিক্রম করতে পারবে না।
৪) (ক) প্রত্যেক মুল ব্যয়গুল উপমূলে বন্টন করতে পারবে
(খ) পূর্বের অনুমদিত ছাড়া মন্ত্রী সভায় গৃহিত অনুমদিত বিষয়ের এক উপমূল থেকে অন্য উপমূলে পুনরায় উপযুক্ত বলে প্রদান করা যাবে না।
গ) যেখানে ব্লক বরাদ্দ দেয়া হয়েছে, উত্তোলনকারী ও নির্বাহী কর্মকর্তা উপ-প্রধানের নিকট বিস্তারিত হিসাব জমা দিবেন।

৫। বিভাগীয় প্রধান/ চেয়ারম্যান, জোনাল কাউন্সিল এবং নির্বাহী মণ্ডলী হবেন উত্তোলনকারী ও নির্বাহী কর্মকর্তা।
৬। ফান্ড মাসিক হারে প্রদেয় হবে এবং মাসিক ব্যয়ের বিবৃতি অর্থ বিভাগে জমা না দিলে কোন ফান্ড প্রদেয় হবেনা। বৈদেশিক মিশনের ক্ষেত্রে বিস্তারিত বিবৃতি ধর্তব্য নয়।
৭। ক) ফান্ড উত্তোলনের পূর্বেই বিল উত্থাপন করতে হবে।
খ) ফান্ড ব্যবহারের অনতিবিলম্বে ভাউচার জমা দিতে হবে।
গ) অব্যয়িত অর্থ পরবর্তী মাসের প্রথম সপ্তাহে জ্ঞাপন করতে হবে।
ঘ) পরিদর্শনের জন্য রিসিপ্ট ও ব্যয় সংক্রান্ত যাবতীয় কাগজপত্র যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করা হবে।
৮। ক) উত্তোলনকারী ও নির্বাহী কর্মকর্তাগণ যথাযথ হিসাব রক্ষণাবেক্ষণের জন্য দায়বদ্ধ থাকবে।
খ) উত্তোলনকারী ও নির্বাহী কর্মকর্তাগণকে সাহায্যের জন্য হিসাবরক্ষক কর্মকর্তা নিয়োগ করবেন অর্থ বিভাগ।
৯। যথাযথ অর্থনৈতিক শৃঙ্খলা নিশ্চিতকরণে সব বিভাগ ও এজেন্সির সমস্ত হিসাব নিরীক্ষণে অর্থ বিভাগ নিরীক্ষক নিয়োগ করবেন।
১০। ক) কেন্দ্রীয় সচিবালয়ে অর্থ শাখার হিসাবরক্ষক কর্মকর্তার নিকট সমস্ত বিল উত্থাপন করা হবে।
খ) সমস্ত বিভাগ ও এজেন্সির জন্য কেন্দ্রীয় সচিবালয়ে একজন কেন্দ্রীয় প্রদান কর্মকর্তা থাকবে। সেখানে সব বিভাগের বিল উত্থাপন করা হবে এবং কেন্দ্রীয় প্রদান অফিস থেকে সব অর্থ প্রদান করা হবে।
গ) বাংলাদেশ সরকারের সমস্ত ফান্ড সরকারের নামে বা ক্যাবিনেট অনুমোদিত ব্যক্তির নামে ব্যাংকে রাখা হবে অথবা কেন্দ্রীয় ট্রেজারিতে অবস্থিত ভল্টে সংরক্ষিত থাকবে। সরকার নির্ধারিত ট্রেজারি বিধিতে সমস্ত হিসাব রক্ষণাবেক্ষণ করা হবে। সরকার অনুমোদিত ব্যক্তি ব্যতীত অন্য কেউ ফান্ড সামলাতে বা পরিচালনা করতে পারবে না।

এসডি/(কে, এ, জামান)
অর্থসচিব

বাজেটের ব্যাখ্যামূলক টীকা

অত্যন্ত অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে বাংলাদেশ সরকারের বাজেট প্রস্তুত করতে হচ্ছে। আমরা একটি স্বাধীনতা যুদ্ধের মধ্যস্থ বিরাজ করছি। পশ্চিম পাকিস্তানের হানাদার বাহিনী বাংলাদেশের জনগনের জীবন ও সম্পদের ভায়াবহ ক্ষতি সাধন করেছে। জনগনের অর্থনৈতিক জীবন সম্পূর্ণরূপে চূর্ণবিচূর্ণ হয়ে গিয়েছে এবং দেশ আজ তীব্র অর্থনৈতিক সংকটে। দুর্ভিক্ষ আসন্ন। আমাদের প্রথম এবং প্রধান কাজ হচ্ছে যত শীঘ্র সম্ভব দেশকে স্বাধীন করা। সেইসাথে, আমাদেরকে দুর্ভিক্ষ তাড়াতে বন্ধুবৎসল দেশগুলো এবং আন্তর্জাতিক এজেন্সিদের তালিকা তৈরি করে জানাতে হবে (Simultaneously, we should initiate action to enlist the of friendly countries and international agencies to ward off the imminent famine)
আমরদের এখন স্বাধীনতা যুদ্ধের জন্য দরকারি, অপরিহার্য ব্যয় মেটাতে বাজেট তৈরি করতে হচ্ছে। যেটা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুদ্ধ প্রক্রিয়ায় সাহায্য করবে। বাজেট জুলাই থেকে সেপ্টেম্বর,১৯৭১- এই তিন মাস সময়ের জন্য তৈরি করা হয়েছে। এই আশায় এটা করা হয়েছে যে আমরা এই সময়ের মধ্যেই দেশকে স্বাধীন করতে পারব। অধিকাংশ সংগঠন সম্প্রতি স্থাপিত হয়েছে অথবা স্থাপিত হচ্ছে বিধায় বাজেট বরাদ্দ তৈরি করা হয়েছে কোন বাস্তব (নিরীক্ষা) ব্যতিরেকে। গত তিন মাসে আমরা বিশেষ বরাদ্দের ভিত্তিতে কিছু ব্যয় করেছি। অনেক বিভাগকে আমরা ৩০ জুনের মধ্যে তাদের বাজেট বরাদ্দ পাঠাতে অনুরোধ করলেও তারা পাঠায়নি। ফলে,আমরা বাজেট নির্ধারণে সমস্যার সম্মুখীন হয়েছি। হতে পারে বিভাগগুলো এখনও কাঠামো ভিত্তিক গঠন ও নীতিনির্ধারণ ঠিক করে উঠতে পারেনি তাই আমরা যে করেই হোক সেইসব বিভাগের জন্য ব্লক সরবরাহ বিধান রেখেছি। তাদের ব্যয় সংঘটন ব্লক সরবরাহ বিধানেও যে করেই হোক বরাদ্দ হবে না যতক্ষণ না তারা তাদের নীতিনির্ধারণী পরিকল্পনা এবং কাঠামো ভিত্তিক গঠন পাঠিয়ে দেয় সেগুলোকে আমাদের পরীক্ষণ ও সম্মতিতে যথাযথ ন্যায়সঙ্গতভাবে অধিগত করব। আমাদের রাজস্ব উৎস সীমিত এবং অপ্রতুল এবং সেই প্রেক্ষিতেই আমরা চেষ্টা করেছি অধিক্ষিপ্ত ব্যয়কে সর্বনিম্ন রাখতে। তাই বলে এতে এটা বুঝায় না যে প্রয়োজনের সময়ে আমরা উৎস গুলো সহজলভ্য(mobilize) করতে পারব না। আমরা ইতোমধ্যেই প্রবাসী বাঙালি এবং বন্ধুবৎসল দেশগুলো থেকে খুব ভাল প্রতিক্রিয়া পেয়েছি। আমরা আত্মবিশ্বাসী যে আমরা আমাদের দেশকে স্বাধীনের মূল লক্ষ্য অর্জনে প্রয়োজনীয় উৎসগুলো সহজলভ্য করে তুলতে পারব। যে করেই হোক, আমরা সরকারের বর্তমান উৎসের অবস্থান কেবিনেটকে অবগত রাখব। আমরা সক্ষম হয়েছি ৳১১,২২,৮০,৩৭৮.০০ পরিমাণ জোগাড়(mobilize) করতে যা আনা হয়েছে বিভিন্ন ট্রেজারি এবং বাংলাদেশী ব্যাংক থেকে। এটা যে করেই হোক, কিছুটা সময় নিয়েছে আমাদের নিয়ন্ত্রণের বাইরের কিছু কারনে। ফলাফল স্বরূপ আমরা ৪০% থেকে ৫০% ক্ষতিতে আছি মুদ্রারহিতকরণের কারনে। আমাদের এখনও আরও দুইটি জায়গা থেকে প্রায় ৳২,০০,০০০,০০(দুই কোটি) পরিমাণ ফান্ড পেতে হবে। এখন পর্যন্ত প্রাপ্ত পরিমাণের মধ্যে আমরা রূপান্তরের জন্য জোগাড় করেছি ৳৪,২৩,৩৮,৭৫০.০০। আমরা আরও চেষ্টা করছি বিভিন্ন জায়গার মুক্তিযোদ্ধাদের নিয়ে আসা কিছু পণ্যদ্রব্য যেমন পাট, সার, চা, চাল ইত্যাদি বিক্রি করে কিছু ফান্ড জোগাড় করতে। এতে ভারত সরকারের কার্যকরী সাহায্য ও সহযোগিতা লাগবে এবং আমাদের এম,এন,এ, এবং এম,পি,এ, দেরও। এখন পর্যন্ত বিক্রয়রত পাটের মধ্যে আমরা পেয়েছি প্রায় ৳১,০০,০০০.০০(১লক্ষ)। আমরা আশা করছি অন্যান্য পণ্যদ্রব্যের বিক্রি থেকে আরও কয়েক লক্ষ আসবে। ৳২,১৫,৬৪,০৫১.৭৫ অধিক্ষিপ্ত ব্যয়ের বাজেট তৈরি করা হয়েছে তিন মাসের জন্য।
এটাকে এক বছর পর্যন্ত বাড়ানো হতে পারে অনুমান করে সর্বমোট অর্থনৈতিক দায় হবে ৳৮,৬২,৪৮,২০৪.০০। এটার বিপরীতে আমরা প্রাপ্তি অধিক্ষেপ করেছি ৳৭,৭৪,১৮,৯৯৮.০০। তবে,এতে ঘাটতি হবে ৳৮৮,২৯,২০৬.০০।
আমরা একটি জরুরী অবস্থা পার করছি। তাই আমরা স্বাধীনতা যুদ্ধের জন্য করা সিকি পরিমাণ কোন প্রচেষ্টাকে অন্ধের মত বাঁধাধরা নিয়মকানুন এবং খুঁটিনাটি কার্যপ্রণালী অনুসরণ করে দমন করতে মনস্থ করি নি কিন্তু একই সময়ে আমরা চেষ্টা করব প্রাপ্তি ও ব্যায়ের যথাযথ হিসাব রক্ষণাবেক্ষণ করতে ন্যূনতম অর্থনৈতিক শৃঙ্খলা বজায় রাখতে।যেহেতু আমাদের উৎস সীমিত, আমরা চেষ্টা করব সর্বোচ্চ ফলাফল লাভে যথাসম্ভব সর্বোত্তম পন্থায় সেগুলো সদব্যাবহার করতে।

এক নজরে বাজেট
প্রাপ্তি ও ব্যয়ের সারসংক্ষেপ

প্রাপ্তি
হিসাব নং ১
(নিজস্ব উৎস)
(ক) পাকিস্তানি মুদ্রাঃ
ইতোমধ্যে প্রাপ্ত ৳১১,২২,৮০,৩৭৮.০০
প্রত্যাশিত৳ ২,০০,০০,০০০.০০ ৳১৩,২২,৮০,৩৭৮.০০
৫০% এর কম
(মুদ্রারহিতকরনের ৳৬,৬১,৪০,১৮৯.০০
কারনে ক্ষতি) ৳৪,২৩,৩৮,৭৫০.০০ ৳১০,৮৪,৭৮,৯৩৯.০০
কম রূপান্তরিত ৳ ২,৩৮,০১,৪৩৯.০০

(খ) ভারতীয় মুদ্রা
(রূপান্তরিত)
হিসাব নং ২ ৩,২৬,১২,৫৫৮.০০ টাকা

(লেনদেন হিসাব)
১। পাট,
চা, সার, চাল ইত্যাদি বিক্রি ৳১০,০০,০০০.০০

হিসাব নং
৩ ৳ ৫০,০৫,০০১.০০
(সরকারী অনুদান ও অনুদান) ৳২,০০,০০,০০০.০০ ৳৬,৩৬,১৭,৫৫৯.০০
১। ইতোমধ্যে প্রাপ্ত
২। প্রত্যাশিত

ব্যয়
১। রাষ্ট্রপতির দপ্তর ৳৫২,৩১৬.০০
২। প্রধানমন্ত্রী ও মন্ত্রীবর্গ ৳৩৮,৪০০.০০

৩. মন্ত্রীপরিষদ বিভাজন – ৬৫,৬৫০.০০ টাকা
৪. সাধারণ প্রশাসন মন্ত্রণালয় – ৩,৬৯,৪০০.৭৫ টাকা
৫. প্রশাসনিক অঞ্চল – ৫,২২,৫৮৩.০০ টাকা
(উপ অঞ্চল সহ) – ৪৩,৭০২.০০ টাকা
৬. আর্থিক ব্যাবস্থাপনা মন্ত্রণালয় – ২,১৩,০০০.০০ টাকা
৭. স্বাস্থ্য মন্ত্রণালয় – ১০,০৯,৭৫০.০০ টাকা
৮. ত্রাণ মন্ত্রণালয় – ৩,০০,০০০.০০ টাকা
৯. শিক্ষা মন্ত্রণালয় – ১,৫০,০০০.০০ টাকা
১০. তথ্য ও প্রচার – ৬,০০,০০০.০০ টাকা
(সম্প্রচার সহ)
১১. বৈদেশিক সম্পর্ক – ২,৫০,০০০.০০ টাকা
১২. স্বরাষ্ট্র মন্ত্রণালয় – ৩,২০,২৫০.০০ টাকা
১৩. আইন এবং সংসদীয় ব্যাপার – ৬,৯৭,০০০.০০ টাকা
১৪. অনিশ্চিত ঘটনা – ১,৩৭,০০,০০০.০০ টাকা
১৫. যুব শিবির – ১০,০০,০০০.০০ টাকা
১৬. প্রতিরক্ষা – ১,৯৩,৩২,০৫১.৭৫ টাকা
মোট (তিন মাসের জন্য)
এক বছরের মোট আনুমানিক ব্যয় – ৭,৭৩,২৮,২০৭.০০ টাকা

তিন মাসের একীকৃত বাজেটের অনুমান জুলাই থেকে সেপ্টেম্বর,১৯৭১
পরিকল্পনা- ১

রাষ্ট্রপতির সচিবালয় তিন মাসের জন্য জুলাই থেকে ডিসেম্বর, ১৯৭১
১. বেতন এবং ভাতা – ২১,৮১৬.০০ টাকা
২. রাষ্ট্রপতির বাসা ভাড়া – ৩,০০০.০০ টাকা
(@ ১০০০x৩)
৩. রাষ্ট্রপতির T.A.D.A ইত্যাদি – ৩,০০০.০০ টাকা
(@ ১.০০০x৩)
৪. রাষ্ট্রপতির ব্যয়নিয়ন্ত্রক ভাতা – ১,৫০০.০০ টাকা
(@ ৫০০x৩)
৫. দৈনিক সংবাদপত্র, সাময়িক পত্র – ৩,০০০.০০ টাকা
ক্রয় করা এবং যানবাহনের মেরামত ও
রক্ষণাবেক্ষণ ইত্যাদি সাপেক্ষ ব্যয়
(@ ১,০০০x৩)
৬. চুক্তি বা সন্ধির খসড়া সংক্রান্ত – ১০.০০০.০০ টাকা (ব্যাপার)
বিশেষ ব্যক্তিবর্গের
জন্য বিনোদন ইত্যাদি
৭. রাষ্ট্রপতির বিচক্ষণতার নিকট – ৫,০০.০০ টাকা
ন্যস্ত অর্থ
৮. জরুরি প্রয়োজনের জন্য সংরক্ষিত – ৫,০০.০০ টাকা

_____________________
মোট. ৫২,৩১৬.০০ টাকা

পরিকল্পনা – ২

ক. প্রধানমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীঃ
১. বেতন ও ভাতা – ১৫,৩০০.০০ টাকা
২. মন্ত্রীদের বাসা ভাড়া – ৫,১০০.০০ টাকা
৩. মন্ত্রীদের T.A. – ৯,০০০.০০ টাকা
৪. মন্ত্রীদের ব্যয়নিয়ন্ত্রক ভাতা ৪,০০০.০০ টাকা
৫. মন্ত্রীদের বিচক্ষণতার উপর ন্যস্ত
তহবিল ৫,০০০.০০ টাকা
______________________
মোট – ৩৮,৪০০.০০ টাকা

খ. মন্ত্রিসভা বিভাজন – ২০,৪০০.০০ টাকা
১. বেতন ও ভাতা – ১২,৭০০.০০ টাকা
২. বাসা ভাড়া, চিকিৎসা ভাতা – ৫,০০০.০০ টাকা
বহন ইত্যাদি
৩. যানবাহনের মেরামত ও রক্ষণাবেক্ষণ ১,০৫০.০০ টাকা
৪. টেলিফোন ও বিদ্যুৎ – ৬,০০০.০০ টাকা
৫. বিবিধ – ১২,০০০.০০ টাকা
৬. জরুরি প্রয়োজনের জন্য সংরক্ষিত – ৩,০০০.০০ টাকা
৭. স্টেশনারি – ১,৫০০.০০ টাকা
৮. P&T – ৩,০০০.০০ টাকা
৯. ট্রাঙ্ক কল – ৬৫,৬৫০.০০ টাকা
______________________
মোট – ১,০৪,০৫০.০০ টাকা

তফসিল-৫
সাধারণ প্রশাসন বিভাগঃ
১)বেতন ও ভাতা — ৩৩,৬০০.৭৫/=
২)ডাক মাসুল ও টেলিগ্রাম — ৩,৮০০.০০/=
৩)যানবাহন রক্ষণাবেক্ষণ ও মেরামত — ৫,০০০.০০/=
৪)মনিহারি দ্রব্যাদি — ৬,০০০.০০/=
৫)যাতায়াত খরচ — ৪,৫০০.০০/=
৬)বিবিধ সম্ভাব্য খরচ — ১,৫০০.০০/=
৭)৫টি মুদ্রলিখন যন্ত্র ক্রয় — ১৫,০০০.০০/=
৮)সরকারী করমচারীদের
জীবনভাতা(ব্লক বিধান) — ৩,০০,০০০.০০/=
———————————-
মোট ৩৬৯৪০০০.৭৫/=৩৬৯৪০০০.৭৫/=

খ)প্রশাসনিক অঞ্চল(সহকারী অফিস সহ):
১) বেতন ও ভাতা ৪,০৯,০৯৮.০০/=
২)মনিহারি দ্রব্যাদি ১,৫০০.০০/=
৩)ডাকমাসুল ও টেলিযোগাযোগ ৪,৫০০.০০/=
৪)আঞ্চলিক অফিসের বাড়ি ভাড়া ৬,০০০.০০/=
৫)যানবাহনের রক্ষণাবেক্ষণ ও মেরামত খরচ ৫,০০০.০০/=
৬)যাতায়াত খরচ ৭,৫০০.০০/=
৭)সামনের মাসের নিয়োগের জন্য সঞ্চিত ১০,০০০.০০/=
৮)উত্তর অঞ্চলের এপ্রিল ও মে মাসের বকেয়া ৩,৯৮৫.০০/=
৯)সাহকারী আঞ্চলিক অফিস ৭৫,০০০.০০/=
————————————
মোট ৫,২২,৫৮৩.০০= ৫,২২.৫৮৩.০০/=
মোট (ক এবং খ)… ৮,৯১,৯৮৩.৭৫/=

তফসিল-৪
অর্থনৈতিক বিভাগঃ

১)বেতন ও ভাতা ১৮,৭০২.০০/=
২)আকস্মিক খরচ ১৫,০০০.০০/=
৩)জরুরি প্রয়োজনের জন্য সঞ্চয় ১০,০০০.০০/=
মোট ৪৩,৭০২.০০/=

তফসিল-৫
স্বাস্থ্য বিভাগঃ
১। বেতন ও ভাতা ১৮,০০০.০০
২। সংস্থাপন ও আকস্মিক ঘটনা ৭,৫০০.০০
৩। যোগাযোগ খরচ ৩,০০০.০০
৪। বাড়ি ভাড়া ৪,৫০০.০০
৫। অস্তিত্ব ভাতা ১,৮০,০০০.০০
মোট ২,১৩,০০০.০০

তফসিল-৬
ত্রাণ বিভাগঃ
১। বেতন ও ভাতা ৯,৭৫০.০০
২। ত্রাণ অপারেশন জন্য ব্লক বিধান ১০,০০,০০০.০০
মোট ১০,০৯,৭৫০.০০

তফসিল-৭ (ব্লক বিধান)
১। শিক্ষা বিভাগ ৩,০০,০০০.০০
২। তথ্য ও প্রকাশনা ১,৫০,০০০.০০
৩। বৈদেশিকনীতি ৬,০০,০০০.০০
৪। দেশীয়ব্যাপার ২,৫০,০০০.০০
৫। প্রতিরক্ষা ১০,০০,০০০.০০
মোট ২৩,০০,০০০.০০

তফসিল-৮
আইন ও সংসদ বিষয়কঃ
১। MNAs&MPAs এর বেতন
(২০০*৪৫০*৩) ২,৭০,০০০.০০
২। জোনাল এর সাপেক্ষে প্রশাসনিক
কাউন্সিলেরব্যয় (৫ জোন) ৫০,২৫০.০০
মোট ৩,২০,২৫০.০০

তফসিল-৯

পরবর্তী কর্মকর্তা ও কর্মচারীদের
নিয়োগের বিধানঃ
১। বেতন ও ভাতা (ব্লকবিধান) ৫,৫৫,০০০.০০
২। অন্যান্য খরচ ১,৪২,০০০.০০
মোট ৬,৯৭,০০০.০০

তফসিল ১০

যুব ক্যাম্পঃ
১। খরচ (প্রতিদিন জনপ্রতি ২ টাকা হারে ৭৫
ক্যাম্পে ১০০০ যুবকের ৩ মাসের ব্যয়) ১,৩৫,০০,০০০.০০
২। বেতন ও ভাতা (ব্লকবিধান) ১,০০,০০০.০০
৩। বিবিধ ১,০০,০০০.০০
মোট ১,৩৭,০০,০০০.০০

জুলাই- সেপ্টেম্বর , ১৯৭১ একত্রীকৃত বাজেট
তফসিল ১ ৫২,৩১৬.০০
২ ১,০৪,০৫০.০০
৩ ৮,৯১,৯৩৩.৭৫
৪ ৪৩,৭০২.০০
৫ ২,১৩,০০০.০০
৬ ১০,০৯,৭৫০.০০
৭ ২৩,০০,০০০.০০
৮ ৩,২০,২৫০.০০
৯ ৬,৯৭,০০০.০০
১০ ১,৩৭,০০,০০০.০০
মোট ২,১৩,৩২,০৫১.৭৫
(দুই কোটি তের লক্ষ বত্রিশ হাজার একান্ন রুপি পঁচাত্তর পয়সা)

সংযোজনী ১
জুলাই – সেপ্টেম্বর , ১৯৭১ – সূচি -১বিস্তারিত বাজেট
ক)
১। রাষ্ট্রপতির (স্থানাপন্ন)বেতন ২,০০০.০০x৩ ৬,০০০.০০
২। রাষ্ট্রপতির পি.এস. এর বেতন ৫০০.০০x৩ ১,৫০০.০০
৩। এ.ডি.সি. ৫০০.০০x৩ ১,৫০০.০০
৪। স্টাফ অফিসার (৩) ৫০০.০০x৩x৩ ৪,৫০০.০০
৫. সহকারী স্টাফ অফিসার ৪০০x৩ = ১২০০.০০ রুপি
৬. তৃতীয় শ্রেণীর কর্মচারী (৭) ১৮৭২x৩ = ৫৬১৬.০০ রুপি
৭. পঞ্চম শ্রেণীর কর্মচারী (৩) ৫০০x৩ = ১৫০০.০০ রুপি

মোট = ২১৮১৬.০০ রুপি

(বি)১. রাষ্ট্রপতির বাড়ি ভাড়া ১০০০x৩ = ৩০০০.০০ রুপি
২. রাষ্ট্রপতির ভ্রমণ ভাতা এবং মহার্ঘ ভাতা ইত্যাদি ১০০০x৩ = ৩০০০.০০ রুপি
৩. রাষ্ট্রপতির সম্পূরক ভাতা ৫০০x৩ = ১৫০০.০০ রুপি
৪. যানবাহন কেনার শর্তসাপেক্ষ খরচ ইত্যাদি ১০০০x৩ = ৩০০০.০০ রুপি
৫. ভিআইপিদের প্রোটোকল এবং আতিথেয়তা ইত্যাদি = ১০০০০.০০ রুপি
৬. Amount placed at the discretion president = ৫০০০.০০ রুপি
৭. জরুরী কাজের জন্য সংরক্ষণ = ৫০০০.০০ রুপি
————————————————–
= ৩০৫০০.০০ রুপি
————————————————–
সর্বমোট ৫২৩১৬.০০ রুপি

সংযোজনী – ২
(এ) ১৯৭১ সালের জুলাই-সেপ্টেম্বর এর বিস্তারিত বাজেট – তফসিল ২
১. প্রধানমন্ত্রীর বেতন ১৫০০x৩ = ৪৫০০.০০ রুপি
২. মন্ত্রীর বেতন ১২০০x৩x৩ = ১০৮০০.০০ রুপি
৩. প্রধানমন্ত্রীর বাড়ি ভাড়া ৫০০x৩ = ১৫০০.০০ রুপি
৪. মন্ত্রীদের বাড়ি ভাড়া ৪০০x৩x৩ = ৩৬০০.০০ রুপি
৫. মন্ত্রীদের ভ্রমণ ভাতা ৩০০০x৩ = ৯০০০.০০ রুপি
৬. প্রধানমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীদের সম্পূরক ভাতা ৪০০০.০০ রুপি
৭. Fund placed at the discretion of Prime Minister & Other Ministers ৫০০০.০০ রুপি
———————————————————
৩৮৪০০.০০ রুপি

(বি) মন্ত্রীপরিষদ বিভাগ
১. দুইজন প্রথম শ্রেণী অফিসারের বেতন ৫০০x৪x৩ = ৬০০০.০০ রুপি
২. আমাদের দ্বিতীয় শ্রেণী অফিসারের বেতন ৫০০x৩x৩ = ৬০০০.০০ রুপি
৩. চারজন তৃতীয় শ্রেণী কর্মচারীর বেতন ২৫০x৪x৩ = ৩০০০.০০ রুপি
৪. আটজন আজ্ঞাবাহকের বেতন (প্রতি মন্ত্রীর দুইজন করে) ১০০x৮x৩ = ২৪০০.০০ রুপি
৫. দুইজন অফিস চাপরাসির বেতন ১০০x২x৩ = ৬০০.০০ রুপি
৬. চারজন গাড়ি চালকের বেতন (প্রতি মন্ত্রীর একজন করে) ২০০x৪x৩ = ২৪০০.০০ রুপি

সর্বমোট ২০৪০০.০০ রুপি
(সি) শর্তসাপেক্ষ খরচ
১. বাড়ি ভাড়া এবং ভাতা ১২৭০০.০০ রুপি
২. যানবাহন মেরামত এবং রক্ষণাবেক্ষণ ২০০০x৩ = ৬০০০.০০ রুপি
৩. টেলিফোন এবং বিদ্যুৎ ৩৫০x৩ = ১০৫০.০০ রুপি
৪. বিবিধ ২০০০x৩ = ৬০০০.০০ রুপি
৫. ষ্টেশনারী ১০০০x৩ = ৩০০০.০০ রুপি
৬. পিএন্ডটি ৫০০x৩ = ১৫০০.০০ রুপি
৭. ট্র্যাঙ্ক কল ১০০০x৩ = ৩০০০.০০ রুপি
৮. জরুরী কাজের জন্য সংরক্ষণ ৩০০০.০০ রুপি
১২০০০.০০ রুপি
———————
৪৫২৫০.০০ রুপি
—————————————————————-
সর্বমোট এ+বি+সি = ১০৪০৫০.০০ রুপি

সংযোজনী – ৩
১৯৭১ সালের জুলাই-সেপ্টেম্বর এর বিস্তারিত বাজেট – তফসিল ৩

(এ) সাধারণ প্রশাসনিক বিভাগ
১. প্রথম শ্রেণী অফিসারের বেতন (১০) ৪৮০৭.৫০x৩ = ১৪৪২২.০০ রুপি
২. তৃতীয় শ্রেণী কর্মচারীর বেতন (১৮) ৪৭২৮.০৮x৩ = ১৪১৮৮.২৫ রুপি
৩. চতুর্থ শ্রেণী কর্মচারীর বেতন (১৩) ১৬৬৪.০০x৩ = ৪৯৯২.০০ রুপি
—————————————–
= ৩৩৬০০.২৫ রুপি
(বি) শর্তসাপেক্ষ খরচ
১. ডাকমাশুল এবং টেলিগ্রাম ৩৮০০.০০ রুপি
২. ষ্টেশনারী ২০০০x৩ = ৬০০০.০০ রুপি
৩. বিবিধ এবং যানবাহন মেরামত ৫০০০.০০ রুপি
৪. ভ্রমণ খরচ ১৫০০x৩ = ৪৫০০.০০ রুপি
৫. বিবিধ শর্তসাপেক্ষ খরচ ৫০০x৩ = ১৫০০.০০ রুপি
৬. পাঁচটা টাইপরাইটার কেনার বিধান ৫০০০x৩ = ১৫০০০.০০ রুপি
৭. সরকারী কর্মচারীদের অস্তিত্ব ভাতা (ব্লক বিধান) ৩০০০০০.০০ রুপি
————————————————————
= ৩৩৬৮০০.০০ রুপি
——————————————————
সর্বমোট = ৩৬৯৪০০.০০ রুপি

সংযোজনী-৪
১. কেন্দ্রীয় এলাকা
ক) প্রথম শ্রেণীর কর্মকর্তাদের বেতন ৯৫০৮ X ৩=রুপি ২৮,৫২৪.০০
খ) দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তাদের বেতন ৫৩৭৫ X ৩=রুপি ১৫,৯৭৫.০০
গ) তৃতীয় শ্রেণীর চাকুরেজীবিদের বেতন ১০৪৮৩ X ৩=রুপি ৩১,৪৪৯.০০
ঘ) চতুর্থ শ্রেণীর চাকুরেজীবিদের বেতন ১৯৩ X ৩=রুপি ৫৭৯.০০
২. উত্তর এলাকা
ক) প্রথম শ্রেণীর কর্মকর্তাদের বেতন ৮৭০০ X ৩=রুপি ২৫,১৩০.০০
খ) দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তাদের বেতন ৫০০০ X ৩=রুপি ১৫,০০০.০০
গ) তৃতীয় শ্রেণীর চাকুরেজীবিদের বেতন ৪৬৫৭ X ৩=রুপি ১৩,৯৭১.০০
ঘ) চতুর্থ শ্রেণীর চাকুরেজীবিদের বেতন ১৫০০ X ৩=রুপি ৪,৫০০.০০
৩. দক্ষিণ পশ্চিম এলাকা ১,০৫,০০০.০০
৪. পূর্বাঞ্চল এলাকা ৬৯,০০০.০০ ৬৯০০০.০০
৫. উত্তর পূর্ব এলাকা
৬. নিয়োগের জন্যে বরাদ্দ ১০০০০ X ৩=রুপি ৩০,০০০.০
৪,০৯,০৯৮.০০

শর্তসূচক ব্যয়
১. স্টেশনারী ৫০০ X ৩=রূপি ১,৫০০.০০
২.পি এন্ড টি ১,৫০০ X ৩=রুপি ৪,৫০০.০০
৩.আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তাদের ঘর ভাড়া ২,০০০ X ৩=রুপি ৬,০০০.০০
৪. গাড়ির সারাই ও ভরণপোষণ ৫,০০০.০০
৫. ভ্রমণ খরচ ২,৫০০ X ৩= রুপি ৭,৫০০.০০
৬. জরুরী মূহুর্তের জন্যে সংরক্ষিত ১০,০০০.০০
৭.উত্তরাঞ্চলের ১৯৭১ সনের এপ্রিল ও মে মাসের বকেয়া ৩৯৮৫.০০
৮. উপ-অঞ্চল কর্মকর্তারা ২৫,০০০ X ৩=রুপি ৭৫,০০০.০০
রুপি= ১,১৩,৪৮৫.০০

সর্বমোট= ৫,২২,৫৮৩.০০
সংযোজনী-৫
উপ-অঞ্চল কর্মকর্তা
১. উপ-অঞ্চল পরিচালকদের বেতন ৫০০.০০
২. উর্ধ্বতন পরিচালকদের বেতন ৪০০.০০
৩. স্টেনোগ্রাফারের বেতন ২৫০.০০

৮/ পরিবহন ৩০০.০০
৯/ অফিস ভাড়া ২০০.০০
১০টি সাব জোনাল অফিসের জন্য তিনটি ২৫০০.০০
(প্রতি জোনে দুইটি করে)
তিন মাসের খরচ হবে :
২৫০০x১০x৩ রুপি ৭৫০০০.০০ রুপি

পরিশিষ্ট – VI
স্বাস্থ্য অধিদপ্তর
১/ কর্মচারীদের বেতন
@ প্রতিমাসে ৬০০০.০০ রুপি x ৩ ১৮০০০.০০
(মেডিক্যাল, প্যারামেডিকেল ও নন মেডিকেল কর্মচারী বুঝানো হয়েছে)
২/ স্থাপনা ও আকস্মিক ঘটনাবলী ভাতা
@ প্রতিমাসে ২৫০০.০০ রুপি x ৩ ৭৫০০.০০
৩/ পরিবহন ও যানবাহন রক্ষনাবেক্ষন খরচ ৩০০০.০০
@ ১০০০
৪/ অফিস ও মেডিকেল স্টোরের জন্য গোডাউন ভাড়া বাবদ
৪৫০০.০০
@ ১৫০০.০০ x ৩

৫/ বিভিন্ন স্বাস্থ্য অধিদপ্তরের (মেডিক্যাল, প্যারামেডিকেল ও
নন মেডিকেল কর্মচারী) সরকারি কর্মচারীদের জন্য সরকারি
নিয়ম অনুযায়ী ভরণপোষণ ভাতা ও বেতন
৩০০ লোকের জন্য জনপ্রতি ২০০ রুপি করে মোট ৩০০.০০x২০০
= ৬০,০০০.০০ x ৩ ১,৮০,০০০.০০
( খরচ বাঁচানোর জন্য তিনজন স্টাফ কে প্রতিনিধি
করে অন্যত্র পাঠানোর প্রয়াস করা হয়েছিল। তবে তারা
ফেরত আসলে তাদের দায় আবার সংস্থার উপরেই বর্তাবে।
তাই বাজেটের ক্ষেত্রে কড়াকড়ি শর্ত আরোপকরা উচিত)
মোট ২,১৩,০০০.০০

পরিশিষ্ট-VII
ত্রান অধিদপ্তর .
১/ রিলিফ কমিশনারের বেতন ৫০০x৩ = ১,৫০০
২/ ডেপুটি রিলিফ কমিশনারের বেতন ৫০০ x ৩= ১,৫০০
৩/ স্টাফ অফিসারের বেতন ৫০০x৩ = ১,৫০০
৪/ দুইজন এসিস্ট্যান্টের বেতন ৩০০x২x৩ = ১,৮০০
৫/ একজন একাউন্টেন্টের বেতন ৩০০ x ৩ = ৯০০
৬/ স্টেনোর বেতন ৩০০x৩ = ৯০০
৭/ টাইপিস্টের বেতন ২৫০x৩ = ৭৫০
৮। দুই এম এল এস এস এর জন্য খরচ ১৫০  ৩ = রুপি ৯০০
৯। রিলিফ অফিসের জন্য ব্লক বিধান 10,000.00  রুপি ৩০০০০০০
…………………………………
মোট= রুপি ৩০,০৯,৭৫০

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রেস , প্রচার ও তথ্য সম্প্রচার দপ্তর

১। বেতন রুপি ১৭, ৭৭০
টেপ @ 20 প্রতি মাসে

২। রুপি @ ৭৫/- প্রতি মাসে রুপি ১৫০০
৩। সংবাদপত্র বিল রুপি ১০০
৪। ক্যাজুয়াল শিল্পী অন্তর্ভুক্ত না রুপি ১০০০
৫। আসবাবপত্র ভাড়া রুপি ২৫০
৬। যন্ত্র ক্রয় রুপি ১,৫০০
৭। স্টেশনারি রুপি ৩০০
৮। রক্ষণাবেক্ষণ/ জীপ রুপি ১,৫০০
৯। বিবিধ ও জরুরী রিজার্ভ যেমন থার্ড ট্রান্সমিশন রুপি ৩৫০০০ প্রতি মাসে
বাড়ি ভাড়া, ড্রামা উৎপাদন,সম্প্রচার ঘন্টা বৃদ্ধি এবং
অন্য কোন খরচ
ছয় মাসের ব্যয়ের টাকা রুপি ৩৫০০০  ৬ রুপি ২,১০,০০০
( রুপিতে দুই লাখ দশ হাজার শুধুমাত্র)