বাঙলাদেশে মীমাংসা না হলে ইয়াহিয়াকে সাহায্য দেওয়া হবে না : পঃ জার্মানী
নয়াদিল্লী, ৮ জুলাই (ইউএনআই) – কলাে রেডিও জানিয়েছে, পশ্চিম জার্মানীর অর্থনৈতিক সহযােগিতা বিষয়ক মন্ত্রী বলেছেন, পূর্ব বঙ্গে একটা রাজনেতিক মীমাংসা না হওয়া পর্যন্ত তারা পাকিস্তানকে আ উন্নয়নমূলক সাহায্য দেবে না।
তিনি আরও জানিয়েছেন, কতকগুলি শর্ত পালিত হলে তবেই আবার সাহায্য দেওয়া হবে এবং সেগুলির মধ্যে সংশ্লিষ্ট সকলের কাছে সন্তোষজনক একটা রাজনৈতিক মীমাংসা করা এবং গােটা দেশের পক্ষে একটি কার্যক্রম রচনা করা।
সূত্র: কালান্তর, ৯.৭.১৯৭১