You dont have javascript enabled! Please enable it! 1971.09 | চরমপত্র সেপ্টেম্বর ১৯৭১ - সংগ্রামের নোটবুক

অভাগা যেদিকে চায় সাগর শুকায়ে যায়। ইয়াহিয়া যেইমুড়া চায়, গেঞ্জাম লাইগ্যা যায়। আঃ হাঃ অস্থির হইয়েন না, অস্থির হইয়েন না- সবই খুইল্লা কইতাছি। সেনাপতি ইয়াহিয়ার কপালডাই কুফা। আইজ পর্যন্ত যতগুলা কামে ট্রিক্স করলাে হগুগলগুলাই ধরা পইড়া গেল। ব্যাডায় বহুত চোটপাট কইর‌্যা মেলেটারি গার্ড দিয়া একটা Election দিছিলাে। পরানে খুবই আশা আছিলাে এলাম পছন্দওয়লা পার্টি কিছু না হইলেও তাে গােটা কুড়ি Seat পাইবাে। কিন্তু কেইস খুবই খারাপ হইয়া গেল। শেখ সাবের। আওয়ামী লীগ হগুগল Seat জিইত্যা ফেলাইলাে। এলায় করি কী? ঠিক আছে বাঙালি মার্ডার।

টিক্কা খানরে দিয়া বাহাত্তুর ঘণ্টার মাইদ্দে কাম খতম করতে চাইলাে। কিন্তুক গেন্জাম বাইন্দ্যা গেল। বাঙালি Public Murder করতে যাইয়া কইথনে সব বিচ্ছু তৈরী হইলাে। প্যাদানীর চোটে টিক্কা খান পর্যন্ত ভাগােয়াট হইলাে। ব্যাস্ মওলবী সাবের হাজার হাজার মছুয়া বাংলাদেশের ক্যাদো আর প্যাকের মাইদ্দে হুইত্যা পড়লাে। ব্যাডায় হাউ মাউ কইরা কাইন্দা উঠলাে, ইয়ে সব Internal Affair হ্যায়। কিন্তু হে আমেরিকা, হে জাতিসংঘ আমারে বাঁচাও। বিক্ষুগুলা আমাগাে একলা পাইয়া কোবায়া। তক্তা বানাইয়া ফেলাইলাে। এরপর ব্যাডায় চিল্লাইতে শুরু করলাে, বঙ্গালা মুলুকে সঅ-ব অক্করে Normal. লগে লগে দুনিয়ার মাইনষে ইয়াহিয়া সা’বের গতরের মাইদ্দে থুক দিয়া কইলাে, তা হইলে ইন্ডিয়াতে লাখ লাখ রিফিউজি চইল্যা গেল ক্যানাে? হেইগুলারে ফেরত আনন। সেনাপতি ইয়াহিয়া কি কান্দন।- ‘ভাইসব আইস্যা পড়েন। আইস্যা পড়েন। হের কান্দনের চোটে মছুয়াগুলা আঙ্কা দ্যাহে কী? রিফিউজী Reception centre-এ কই থনে যেনাে গােটা পাঁচেক ঘেঁকী কুত্তা আইস্যা হাজির হইছে।

ব্যাডায় কি রাগ? লগে লগে কইলাে, আচ্ছা ঠিক আছে। ওঃ হােঃ আমরা টেরই পাই নাইক্যা রিফিউজিরা সব ছিক্রেট, মানে কিনা গােপন পথে ফেরৎ আইতাছে। এই কাথা হুইন্যা আমাগাে বকশি বাজারের ছক্কু মিয়া পর্যন্ত হাইস্যা ফেলাইছে এইবার খান। সাবে কইয়া বইলাে, আমি হগলরে মাফ কইরা দিছি। আমাগাে পাতলাখান গল্লির মেরুহামত মিয়া অক্করে ফাল পাইড়া উঠলাে, ইয়াহিয়া সা’বে মার্ডার, বলাকার, আগুন লাগাইন্যা হগ্গল দোষ করলাে, কী সােন্দর হেই বেডায় কয় আমি বাঙালিগাে মাফ কইরা দিলাম। কীর লাইগ্যা- বিচ্ছুগুলার গাবুর মাইরে অখন বুঝি ছেরাবেরা অবস্থা হইছে? একটু দম লইয়া ব্যাডায় মাল-পানি জোগাইবার জন্যি এম.এম. আহম্মকরে পাডাইয়া । Pakistan Aid Consortium-এর কাছে হাত পাতলাে। হেই গুড়ে বালি। এক পহাও। পাইলাে না।

২২৩

এইবার মওলবী সা’বে ড্রাম ভর্তি তেল দিয়া পররাষ্ট্র সেক্রেটারী ছেলতাইন্যারে মাখন বাজীর লাইগ্যা মস্কো পাডাইলাে। ব্যাডায় ধাওয়া খাইয়া ফেরত আইলাে। লগে লগে নােয়াখালীর হরিবল হক আর চুষ পাজামা মাহমুদ আলীরে বিলাত, আমেরিকয় পাডাইলাে। ডাইল গলাে না। এইদিকে লন্ডন, দিল্লী, কলিকাতা, হংকং, ম্যানিলার পাকিস্তানী দূতাবাস থাইক্যা সব বাঙালিরা দলে দলে বাংলাদেশ গবর্ণমেন্টের লগে যােগ দিলাে। কেইসটা কি? সেনাপতি ইয়াহিয়া ঠ্যাটা মালেক্যারে গবর্ণর বানাইয়া ভ্যা ভ্যা কইরা উঠলাে, হইছে, হইছে, বেসামরিক গবর্ণমেন্ট হইছে- সব অক্করে কন্ট্রোলের মাইদ্দে। ঘেটাঘ্যাট ঘেটাঘ্যাট। কী হইলাে? কী হইলাে? ঢাকা টাউনের মাইদ্দে বিচ্ছুগুলার কারবার হইয়া গেল। কী মজা, কী মজা ঠ্যাটা মালেকা মন্ত্রীসভা বানাইছে! টাই-ই। কি হইলাে? কি হইলাে? মন্ত্রী মাওলানা ইছাহাক বােমা খাইয়া মেডিকেলে গেল।

ইয়াহিয়া সা’বে চুষ পাজামা মাহমুদ আলীরে কইলাে, যাও বেটা জাতিসংঘে যাইয়া কইয়া দাও বঙ্গাল মুলুক ঠাণ্ডা। টাই-ই, টাই-ই। কী হইলাে? কী হইলাে? চালনা, চিটাগাং বন্দরে বিক্ষুগুলা একগাদা বিদেশী আর পাকিস্তানী জাহাজের উপর কারবার কইর‌্যা ফেলাইলাে। এই গাবুর বাড়ির চোটে পােল্যান্ডের দুইডা আর ব্রিটেনের একটা জাহাজ কোম্পানি কইছে- বঙ্গাল মুলুকে বহুত গেনজাম। বিক্ষুগুলা ইচ্ছামতাে কারবার চালাইতাছে। আর চালনা-চিটাগাং বন্দরে জাহাজ পাঠামু না। এলায় ক্যামন বুঝাতছেন? এইবার ইয়াহিয়া সা’বে Declare দিলাে ‘এরি ও হুনছেন নি, আমরা হগুগলরে জেলের থনে ছাইড়া দিছি।’ বাংলাদেশের দখলীকৃত এলাকা অক্করে চোর, ডাকাত, ছাচ্চোড়ে ভইরা গেল। এরা সব যাইয়া রাজাকারে নাম লেখাইলাে। কেউ কেউ বাপ-দাদার পেশা ডাকাতি শুরু করলাে। নদীর মাইদ্দে পাবলিকের নাও লুটের আগে চিল্লাইয়া কইলাে ভাই সাবেরা, ডরায়েন না, ডরায়েন না আমরা মেলেটারি না আমরা ডাকাত। আমরা বেশুমার মানুষ মার্ডার করি না। আমরা খালি মাল-পানি নিমু।’

এইদিকে রাজাকাররা যাইয়া ঠ্যাটা মালেকা-পিয়াজীরে কইলাে, বঙ্গাল মুলুকের Public-রে মেলেটারিরা আগেই ছিবড়া কইরা ফেলাইছে- অখন লুটপাট কইরা কিছুই পাইতাছি না, দিনে তিন টাকা পােষাইতাছে না-একটা কিছু বিহিত করেন। ব্যাস লগে লগে ঠ্যাটা মালেকা-পিয়াজী অর্ডার দিলাে, রাজাকারেরা ইচ্ছামতাে লােক Arrest করতে পারবাে। Murder-এর কথাডা আর লিইখ্যা দিলাে না। এরপরেও রাজাকাররা যখন মুখ ত্যাড়া কইর‌্যা রইলাে, তখন ঠ্যাটা মালেকায় কইলাে কি? সবুর-সবুর; নতুন বাঙালি ব্যবস্থা কইরা দিতাছি। এরপর রেডিও গায়েবী আওয়াজ থনে রিফিউজিগাে লাইগ্যা ঠ্যাটা মালেকায় কি কান্দন! আপনারা সব ফেরৎ আইস্যা পড়েন- আপনাগাে লাইগ্যা নতুন কিসিমের খাদেম বানাইছি- এইগুলারে রাজাকার কয়। এরা আপনাগাে দেখাশুনা করবাে। ঠ্যাটা মালেকার কান্দনের চোটে রেডিও গায়েবী আওয়াজের জিল্লার সা’ব National ব্যুরাে অব Reconstruction-এর ডাঃ হাসান জামান, ডাঃ বজ্জাত হােসেন, সংগ্রাম কাগজের মওলানা আখতার ফারুক, পূর্বদেশের মাহবুবুল হক, ব্ল্যাক

২২৪

মেইলের আজিজুর রহমান বিহারী, মনিং নিউজের বদরুদ্দিন, দৈনিক পাকিস্তানের আশক সা’ব আর ছহি আজাদের হরলিকসের বােতল থুক্কুঃ ছৈয়দ ছাহাদত হােসেন হগুগলেই কাইন্দ্যা গতরের সার্ট ভিজাইয়া ফেলাইলাে। কিন্তুক Result? দিনে আরাে ৩০ হাজার কইরা নতুন রিফিউজি ইন্ডিয়াতে যাইতে শুরু করলাে। এইবার ইয়াহিয়া সা’বে ভুট্টোর লগে বাতচিৎ শুরু করলাে। লগে লগে দুইজনের মাইদ্দে Silent Fighting বায়স্কোপ শুরু হইয়া গেল। মওলবী সা’ব দৌড়াইয়া বাপের বাড়ি ইরানে যাইয়া শাহেন শাহরে কইলাে, পাকিস্তান থাইক্যা যাতে কইরা ব্যবসায়ী-শিল্পপতিরা ভাগতে না পারে- হের লাইগ্যা আবার ভিসা System চালু কইরা দেন। আর তাে পারি না কোনােমতে বঙ্গাল মুলুকের একটা মীমাংসা কইরা দেন। চব্বিশ ঘণ্টার মইদ্দে ইসলামাবাদ থাইক্যা তেহরানে কি যেনাে একটা খবর গেল। ইয়াহিয়া সা’বে, আরে দৌড়রে-দৌড়। দৌড়ে আইস্যা আবার গদীর মাইদ্দে বইয়া পড়লাে। আল্লায় সারাইছে! এর মাইদ্দেই দুইজন মছুয়া জেনারেল ব্যাডারে ল্যাং মারতে চাইছিল।

দেশে ফেরত আহনের পর ইয়াহিয়া সা’বে ইস্যুরেন্স কোম্পানির রােশন আলী ভিমজী সা’বের চিডি পাইলাে- ‘পুরা যুদ্ধ Declare না করণের গতিকে বঙ্গাল মুলুকে যে হাজারে হাজার মছুয়া সােলজার এন্তেকাল করছে, হেইগুলার ক্ষতিপুরণ হিসাবে কোনাে টেকা দেওন সম্ভব না। ঠাস্ কইর‌্যা একটা আওয়াজ হইলাে। সেনাপতি ইয়াহিয়া চেয়ার থনে পইড়া গেছিলাে। আচ্ছা দেখাইতাছি’ কইয়া ইয়াহিয়া অক্করে পাগলা হইয়া উঠলাে। বঙ্গবন্ধুর বিচার থনে শুরু কইরা আওয়ামী লীগ নেতাগাে ঘরবাড়ি নীলাম। এমনকি ৮৮ জনের মেম্বারশিপ পর্যন্ত বেআইনী কইরা ফেলাইলাে। ভাবলাে বাকিগুলা বােধ হয় আইস্যা পড়বাে। 

হ্যায় আল্লাহ্! বেবাকে বিচ্ছুগুলার লগে মিইল্যা ফাইট্র করতে শুরু করছে। এলায় উপায়? পিআইএ’র তিন হাজার বাঙালি স্টাফ ছাঁটাই কইরা ফেলাও। কোনােই Reaction নাইক্যা। তা-হইলে কইয়া দেও দুই হাজার দুইশ’ কুড়ি জন আওয়ামী লীগ ওয়ার্কার, ইপিআর, বেঙ্গল রেজিমেন্ট সারেন্ডার করছে। লগে লগে দুনিয়ার মাইনষে জাইন্যা ফেলাইলাে খুলনা, সাতক্ষীরা, রাজশাহী নবাবগঞ্জ, দিনাজপুর, রংপুর, সিলেট, চিটাগাং, কুমিল্লা, নােয়াখালীতে এলাকার পর এলাকা মুক্ত হইছে। লগে লগে আবার সৈয়দ নজরুল ইসলাম সা’বে Disclose করছে, মুক্তি বাহিনীর নৌ ও বিমান বাহিনী পরায় তৈরী হইয়া গেছে, আর হাজারে হাজার বিচ্ছুর ট্রেনিং Complete হইছে। সেনাপতি ইয়াহিয়া-জেনারেল পিয়াজী কি রাগ? ঠিক আছে- ইন্ডিয়ারে গাইলাইতে শুরু করলাে ছক্ক কইলাে, কীর লাইগ্যা? গাইলাইলে তাে’ মুজিবনগরের বাংলাদেশ গবর্ণমেন্টরে গাইলাইতে হয়। কই থনে সেরকাটু মােহাম্মদ আইয়া কইলাে, ছকু, বুঝছাে? মছুয়াগুলাতাে আবার ছােট ভাইয়ের ওয়াইপ কিনা? তাই ভাতারের বড় ভাইএর নাম মুখে আনতে পারে না। অবশ্যি ঠিক মতন বিচ্ছুগুলার আসল কোবানি শুরু হইলে নাম-ধাম-ঠিকানা, সবই কইয়া ফেলাইবাে।

২২৫

জাতির চোটে ইয়াহিয়া খান এইবার কইলাে, আমি মেলেটারি এক্সপার্ট দিয়া শাসনতন্ত্র বানামু। ব্যাস, পঞ্চাশটা জোট নিরপেক্ষ দ্যাশের পররাষ্ট্র মন্ত্রীরা নিউইয়র্কে এক মিটিং-এ বইস্যা যে প্রস্তাব পাশ করছে, হেইটাতে ধূণকররা যেমতে তুলা ধােনে, হেইরকম ধূইন্যা দিছে। এই না দেইখ্যা মিঠাই-এর দোকানের সামনে যেতে কইর‌্যা এক ধরনের চাম উঠা মাল কেঁউ কেউ করে, চুষ-পাজামা মাহমুদ আলী আর আগাশাহী জাতিসংঘে হেইরকম করতাছে। দুনিয়ার মাইনষে অক্করে থ’ । কেইসটা কি?

বিচ্ছুগুলা ছয়মাস ধইরা লাড়াই কইরা World-এর বেস্ট পাইটিং পাের্সগাে অক্করে হােতাইয়া ফেলাইয়া এখন আবার আসল লড়াই-এর জন্যি কোমর বানতাছে। এই খবর না পাইয়া ভুট্টো সা’বে ট্যুর কেনছেল করছে। কইছে হেতেনে আর বঙ্গাল মুলুকে আইবাে না। এদিকে এম.এম. আহম্মক চাকু খাওনের গতিকে পালের গােদা ইয়াহিয়া সা’ব বঙ্গাল মুলুক আইতে ডরাইতাছে। ব্যাডার ঠ্যাং খালি কাঁপতাছে। হেইর লাইগ্যা কইছিলাম, ‘অভাগা যেদিকে চায়, সাগর শুকিয়ে যায়।