বারুতখানা বধ্যভূমি
সিলেটের বারুতখানা এলাকাটি বন্দর বাজারের পাশে অবস্থিত। ৫ এপ্রিল জঙ্গি বোমারু বিমান সিলেট কারাগারে গোলাবর্ষণ করলে নিহত হন সাতজন কারাবন্দি। এছাড়া বারুতখানা সংলগ্ন এলাকায় প্রাণ দিয়েছে আরও ৭ জন। ১৮ ডিসেম্বর সন্ধ্যা সাতটায় এখানে গোলা বর্ষিত হয়। তাতে মারা যান প্রায় ১৩ জন, এঁদের কয়েকজনের নাম হলো- আফিয়া বিবি, মরিয়ম বিবি, হাজেরা বিবি, ইয়ারুন বিবি, আমেনা বিবি, আব্দুল ওদুদ, সরবত আলী, কালু মিয়া, বসু মিয়া প্রমুখ। (মুক্তিযুদ্ধ জাদুঘর সংগৃহীত তথ্যসূত্র: সিলেটে গণহত্যা – তাজুল মোহাম্মদ, পৃ.-০৭)