You dont have javascript enabled! Please enable it! সোনাতিকান্দি - সংগ্রামের নোটবুক

সোনাতিকান্দি

দক্ষিণ সুরমার সোনাতিকান্দি বধ্যভূমি অজানাপচেনা রয়ে গেছে আজও। মুক্তিযুদ্ধের ৪০ বছর পরও ওই বধ্যভূমিটি সংরক্ষণে কোনো সরকারি-বেসরকারি উদ্যোগ গ্রহণ করা হয়নি। পাক হানাদাররা গুলি করে হত্যা করা পর প্রায় তিন শতাধিক মানুষকে সিলেট-ঢাকা রেললাইনের পাশে সোনাতিকান্দিতে এই বধ্যভূমিতে মাটিচাপা দেয়। প্রায় ৩ বিঘা জায়গা জুড়ে লালমাটিয়াস্থ সোনাতিকান্দির বধ্যভূমি এখন জলডোবা আর ঝোপ-জঙ্গলে পরিণত হয়েছে। পাকবাহিনী হাওড়ে কর্মরত কৃষক-জেলেদের দিয়ে কবর খোড়ায়।

দক্ষিণ সুরমার মুক্তিযোদ্ধা রফিকুল হক জানান, এ বধ্যভূমিতে আমাদের অনেক বীর বাঙালি শুয়ে আছেন।