সুরিকোনা গণহত্যা
১৯৭১ সালের ১৯ জুলাই বালাগঞ্জের সাদিপুর ইউনিয়নের সুরিকোনা গ্রামে ধ্বংসযজ্ঞ চালিয়ে ৩৩জন নারী পুরুষকে নির্মমভাবে হত্যা করা হয়। কিন্তু সরকারিভাবে গণকবরটি চিহ্নিতই করা হয়নি। সাধারণ পতিত জমির মতো পড়ে রয়েছে গণকবরটি। গণকবরের কোন চিহ্ন মাত্রও নেই। স্থানীয় মুক্তিযোদ্ধারা ছাড়া আর কেউ এর কোন খবরও রাখে না।
মুক্তিযোদ্ধা আফতাব আহমদ বলেন, সুরিকোনার গণকবরটি তো প্রশাসনের হিসাবেও নেই। স্মৃতিগুলো নষ্ট হয়ে গেলে তখন কিছুই করার থাকবে না।