তামাবিল
গোয়াইনঘাট উপজেলার তামাবিলে পাক সেনাদের শক্তিশালী ঘাঁটি ছিল। ৭১-এর মে থেকে ডিসেম্বর পর্যন্ত এখানে অবস্থান করে পাক সেনারা। যুদ্ধের শেষ দিকে মুক্তিযোদ্ধারা পাক ঘাটিগুলো দখল করে বিজয় ছিনিয়ে আনতে সক্ষম হলেও সম্মুখ যুদ্ধে অনেক মুক্তিযোদ্ধা শহীদ হন। এদেরকে তামাবিলে সমাহিত করা হয়। সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার লুৎফুর রহমান লেবু জানান, তামাবিল এলাকায় বিভিন্ন সময়ে নিহত ৫০ জনের বেশি শহীদকে এখানে সমাহিত করা হয়েছে। যুদ্ধের পর দেয়াল নির্মাণ অরে কবর চিহ্নিত করা হলেও এখন এটি অনেকটা অরক্ষিত অবস্থায় পড়ে আছে।