You dont have javascript enabled! Please enable it! কালাগুল চা বাগান - সংগ্রামের নোটবুক

কালাগুল চা বাগান

সিলেট শহর থেকে প্রায় ১৫ কিলোমিটার দুরের কালাগুল চা বাগানে ৭১ ের ২৬ এপ্রিল পাকসেনারা পৌছে চারদিক থেকে বস্তি এলাকা ঘেরাও করে। বাগরে ঢুকেই গুলিবর্ষণ শুরু করে পাক সেনারা পালাতে গিয়ে অনেকে গুলিবিদ্ধ হয়ে মারা যান। আবার অনেকে আটকা পড়ে হানাদারদের হাতে। পাক সেনাদের গুলিতে শহীদ হন কালাগুনা লোহার, কোষ লোহার, লাল্বান খাটুয়ার, সাধু বাউরি, তুফান লোহার ও মিঠাই লোহারসহ অন্তত ৫ জন। সেখানেই পড়ে থাকে নিহত শ্রমিকদের লাশ। লাশ সৎকার করার মতো কেউ সেদিন সেখানে ছিল না। পাক হানাদারদের নারকীয় হত্যাকাণ্ডে ভীত হয়ে ওই বাগানের জীবিত চা শ্রমিকরা দেশ ত্যাগ করে ভারতে পালিয়ে যায়।