খাদিমনগর শ্রমিক হত্যা
সিলেট সদর উপজেলার খাদিমনগর চা বাগানে ১৯৭১ সালের ১৯ এপ্রিল চা শ্রমিকদেরকে কাজ ও রেশন দেওয়ার কথা বলে এক স্থানে দাঁড় করিয়ে ৬৪ জন শ্রমিককে গুলি করে হত্যা করে পাক বাহিনী। গুলি করার পর মৃত্যু নিশ্চিত করতে শ্রমিকদেরকে একটি পাকা ধরের মধ্যে রেখে সেখানে টিয়ার গ্যাস নিক্ষেপ করে। নিহত শ্রমিকদের সকলের পরিচয়ও পাওয়া যায়নি। স্বাধীনতার পর শহীদ শ্রমিকদের স্মৃতিরক্ষায় স্মৃতিস্তম্ভ নির্মাণের উদ্যোগ নেয় বাগান কতৃপক্ষ। বাগানে প্রবেশ পথের ডান পাশে ৬৪ জন শ্রমিকের রক্তে ভেজা এ স্থানটি ইটপাথর দিয়ে তৈরি করা হয় খাদিমনগর শহীদ চা শ্রমিকদের স্মৃতিস্তম্ভ।