You dont have javascript enabled! Please enable it! সিলেট আবহাওয়া অফিস - সংগ্রামের নোটবুক

সিলেট আবহাওয়া অফিস

একাত্তরের নয় মাসে পাকবাহিনী শাহী ঈদ্গাহ এলাকায় অবস্থিত আবহাওয়া কার্যালয়ে হত্যাযজ্ঞ চালায় পাকিস্তানি সৈন্যরা। সকাল ৮টায় আবহাওয়া কার্যালয়ে ঢুকেই ৯ জন কর্মকর্তা-কর্মচারীকে হত্যা করে তারা। সেদিন পাক সেনাদের গুলিতে শহীদ হন আবহাওয়া দপ্তরের উচ্চ পর্যবেক্ষক মো. আব্দুছ ছবুর খন্দকার, আমিনুল হক, পর্যবেক্ষক আনয়ার হোসেন, আবু তাহের, রেডিও মেকানিক জামাল হোসেন, বিএম মমতাজ উদ্দিন, পিয়ন রেনু মিয়া ও বাবুর্চী আকদ্দস আলী। স্বাধীনতার পর এখানে তাঁদের কবরের স্থানটিতে দেয়াল নির্মাণ করা হয়। পরে পার্শ্ববর্তী যুগীবাড়িতে অপারেশন চালায় পাক সেনারা। সেখানে হত্যা করা হয় আরও ৪ জনকে।