You dont have javascript enabled! Please enable it! কলারোয়ার শ্রীপতিপুর পাল পাড়া বধ্যভূমি - সংগ্রামের নোটবুক

কলারোয়ার শ্রীপতিপুর পাল পাড়া বধ্যভূমি

একাত্তরের ২৮ এপ্রিল কলারোয়ার শ্রীপতিপুর পাল পাড়ায় প্রথম গণহত্যা চালানো হয়। এতে নিহত হন ৯ মুক্তিকামী মানুষ। এটি কলারোয়ায় অন্যতম বধ্যভূমি। সেদিন পাক সেনারা ব্রাশ ফায়ারে বৈদ্যনাথ পাল (৪৫), নিতাই পাল (৪০), গোপাল পাল (৪২), সতীশ পাল (৪৫), রামচন্দ্র পাল (৪০), বিমল পাল (৪২), রঞ্জন পাল (৪০), অনিল্পাল (৪৫), ও রামপদ পাল (৪২)কে হত্যা করে। তাদেরলাশ একটি গর্তে ফেলে মাটি চাপা দেয় তারা।