পশ্চিম নারায়নপুরের বার পোতা বধ্যভূমি
চৌদ্দপোতা থেকে মাত্র ৫শ’ মিটার দূরে রয়েছে আরও একটি বধ্যভূমি। সেখানে বিভিন্ন সময় মুক্তিযোদ্ধাদের হত্যা করা ছাড়াও একদিন ১২ জন মুক্তিযোদ্ধাকে একই সঙ্গে গুলি করেহত্যার পর একটি গর্তে পুঁতে রাখে পাক হানাদার এবং তাঁদের দোসররা। সে কারণে পশ্চিম নারায়নপুরের এ স্থানটিকে বারপোতা নামে আখ্যায়িত করেন স্থানীয় এলাকাবাসী।
এই বধ্যভূমি সংলগ্ন এক বসতভিটার কোরবান সরদারের স্ত্রী জোবেদা বেগম (৬৬) সেদিনের ঘটনা বর্ণনা করে বলেন, পাকিস্তানি আর্মি এলাকায় ঘাঁটি তৈরি করে অত্যাচার শুরু করায় তিনি এবং পরিবারের সদস্যরা বাধ্য হয়ে নলতার কাজলা গ্রামে আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেন। কালীগঞ্জ হানাদার মুক্ত হলে বসতভিটায় ফিরে আসেন। কিন্তু প্রচণ্ড দুর্গন্ধে বাড়িতে টেকা দায় হচ্ছিল। বাড়ির উঠানের একটি গর্ত থেকে আসছিলেই দুর্গন্ধ। ছোট ওই গর্তটি খুঁড়ে পাওয়া গেল ১২ জনের গুলিবিদ্ধ গলিত লাশ। তখনও কঙ্কালের সঙ্গে তাঁদের পোশাকের অস্তিত্ব ছিল। জোবেদা বলেন, লাশগুলো তার ননদ আয়েশা খাতুন (৪৬) সযত্নে তুলে নিয়ে পার্শ্ববর্তী খালের তীরে পুঁতে রাখে।