You dont have javascript enabled! Please enable it! জগিশ্বর গ্রাম গণকবর - সংগ্রামের নোটবুক

জগিশ্বর গ্রাম গণকবর

১৯৭১ সালের মে মাসে পাকবাহিনী জগিশ্বর গ্রামে এসে শান্তি কমিটি গঠনের ফরমান জারি করা হবে। তাই গ্রামের সবাইকে আসতে হবে। ২৭ জন গ্রামবাসী হাজির হলো। আর কাউকে আসতে না দেখে পাকসেনারা ২৭ জনকেই হাত পেছনে রেখে সারিবদ্ধভাবে দাঁড়াতে বলল। এরপর ঝাঁকে ঝাঁকে গুলি এসে পড়ে তাঁদের ওপর। নিথর হয়ে গেল দেহগুলো। এরপর গ্রাম জুড়ে চালানো হয় নির্যাতন ও ধ্বংস। ৫৫ জন মহিলা নির্যাতিত হলেন পাক দস্যুদের হাতে। (মুক্তিযুদ্ধ জাদুঘর সংগৃহীত তথ্যসূত্র: একাত্তরের বধ্যভূমি ও গণকবর সুকুমার বিশ্বাস, পৃ.-৬০-৬১; যুদ্ধাপরাধ গণহত্যা ও বিচারের অন্বেষণ ডা. এম এ হাসান, পৃ.-৪০৩; মুক্তিযুদ্ধ কোষ, দ্বিতীয় খণ্ড মুনতাসীর মামুন সম্পাদিত, পৃ.-১৩৯; দৈনিক বাংলা, ২২ মে ১৯৭২)