You dont have javascript enabled! Please enable it! টাউন হল বধ্যভূমি - সংগ্রামের নোটবুক

টাউন হল বধ্যভূমি

রংপুর শহরের টাউন হলে পাকিস্তানি বাহিনী ও তাঁদের দোসররা সবচেয়ে বেশি হত্যাকাণ্ড ঘটে। এটি পাকসেনাদের নারী নির্যাতনের প্রধান কেন্দ্র ছিল। এই টাউন হলে মেয়েদের আটকে রেখে পাশবিক নির্যাতন চালিয়ে মেরে ফেলা হতো। এসব লাশসহ অসংখ্য মুক্তিকামী বাঙালির লাশ টাউন হলের পিছনের কৃষি খামারের মধ্যে পুঁতে রাখা হতো। (মুক্তিযুদ্ধ জাদুঘর সংগৃহীত তথ্যসূত্র: যুদ্ধাপরাধ গণহত্যা ও বিচারের অন্বেষণ ডা. এম এ হাসান, পৃ.-৪১৭; মুক্তিযুদ্ধ কোষ, দ্বিতীয় খণ্ড মুনতাসীর মামুন সম্পাদিত, পৃ.-২১০)