You dont have javascript enabled! Please enable it! বাগআচড়া বালিকা বিদ্যালয় ও বেত্রাবতী নদীর তীরে গণকবর - সংগ্রামের নোটবুক

বাগআচড়া বালিকা বিদ্যালয় ও বেত্রাবতী নদীর তীরে গণকবর

মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম বলেন, বাগআচড়া বালিকা বিদ্যালয়ের প্রাচীরের মধ্যে একটি গণকবর আছে। খানসেনারা ৩ জন মুক্তিযোদ্ধাকে হত্যা করে সেখানে ফেলে রেখে যায়। পরে স্থানীয় লোকজন তাঁদেরকে বাগআচড়া বালিকা বিদ্যালয়ের পুব পাশে বেত্রাবতী নদীর তীরে একটি গণকবরে লাশগুলো সমাহিত করে।

৩জন মুক্তিযুদ্ধের মধ্যে শার্শার ঘীবা গ্রামের শহীদ ওমর আলীকে স্থানীয় মুক্তিযোদ্ধারা চিহ্নিত করতে পারলেও অন্য দুজনের পরিচয় কেউ উদ্ধার করতে পারেনি। স্বাধীনতার পর এই গণকবরটি স্থানীয় লোকজন ইট দিয়ে গেথে চিহ্নিত করে রাখে।