খাগাওয়ালা বধ্যভূমি
মৌলভীবাজার বড়লেখা থানা সদর থেকে প্রায় ৯/১০ কিলোমিটার দূরে ছোটলেখা চা বাগানে প্রবেশের পথে খাগাওয়ালা নামক বধ্যভূমিটি অবস্থিত। একাত্তরে মে মাসের প্রথমদিকে খানসেনা ও তাঁদের দোসর রাজাকার গৌছ সর্দার ও মিছির আলীর নেতৃত্বে ৫ জনকে গ্রেপ্তার করে এই খাগাওয়ালা বধ্যভূমিতে হত্যা করা হয়। এই ৫ জন হচ্ছেন – হীরেন্দ্র চন্দ্র দাস, কুটিন্দ্র মোহন দাস, বারীন্দ্র মোহন দাস, মনীন্দ্র কুমার দাস। এ দলে অজ্ঞাত পরিচয়ের একজন ছিলেন। ভারতে যাবার পথে এঁরা ধরা পড়েন। এছাড়াও এই বধ্যভূমিতে আরও অনেক বাঙালিকে বধ করা হয়েছে বলে অনেকে জানান। (মুক্তিযুদ্ধ জাদুঘর সংগৃহীত তথ্যসূত্র: মুক্তিযুদ্ধের আঞ্চলিক ইতিহাস, তৃতীয় খণ্ড – আবু মোহাম্মদ দেলোয়ার হোসেন সম্পাদিত, পৃ.-১৩৮; একাত্তরের বধ্যভূমি ও গণকবর – সুকুমার বিশ্বাস, পৃ.-১২৩; যুদ্ধাপরাধ গণহত্যা ও বিচারের অন্বেষণ – ডা. এম এ হাসান, পৃ.-৪৩৩)