দাসের বাজার বধ্যভূমি
মৌলভীবাজারের বড়লেখায় দাসের বাজার বধ্যভূমিটি মুক্তিযুদ্ধের গণহত্যার নিদর্শন বহন করছে। পাকহানাদাররা এই বধ্যভূমিতে বহু বাঙালিকে হত্যা করেছে। তারা দাসের বাজারের ন্যাপ কর্মী কুনু মিয়া, দক্ষিণ লঘাটি গ্রামের জহরলাল দাস, তালুকদার পাড়ার গোঁপেন্দ্রনাথ, প্রজেশনাথ, হাকালুকির দ্বিতীয়ারদেহী গ্রামের নগেন্দ্র কুমার দাস ও তার বাবা বৃন্দাবন দাসকে ধরে নিয়ে এই বধ্যভূমিতে গুলি করে হত্যা করে। (মুক্তিযুদ্ধ জাদুঘর সংগৃহীত তথ্যসূত্র: মুক্তিযুদ্ধের আঞ্চলিক ইতিহাস, তৃতীয় খণ্ড – আবু মোহাম্মদ দেলোয়ার হোসেন সম্পাদিত, পৃ.-১৩৯-১৪০; একাত্তরের বধ্যভূমি ও গণকবর – সুকুমার বিশ্বাস, পৃ.-১২৩; যুদ্ধাপরাধ গণহত্যা ও বিচারের অন্বেষণ – ডা. এম এ হাসান, পৃ.-৪৩৩)