দেওয়াছড়া চা বাগান বধ্যভূমি
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের পশ্চিম দিকে টিলাময় স্থানটি ঘিরে গড়ে উঠেছে টি বোর্ডের একটিচা বাগান-দেওয়াছড়া। একাত্তরের ৩ এপ্রিল পাকবাহিনী মৌলভীবাজার থেকে দেওয়াছড়া চা বাগানে আসে। তারা সেদিন সকল শ্রমিককে রেশন গ্রহণের আহ্বান জানায়। কিন্তু শ্রমিকরা তাঁদের ডাকে সাড়া না দিলে পাকসেনারা তখন শ্রমিকদের বস্তি থেকে তাদের ধরে নিয়ে যায়। পাকবাহিনীর এক মেজরের নির্দেশে পাকসেনারা প্রায় ৭০ জন শ্রমিককে বিবস্ত্র করে হাত বেঁধে একটি নালার পাশে সারিবদ্ধভাবে দাঁড় করায় এবং গুলি করে হত্যা করে। এই বর্বরতম হত্যাকাণ্ড থেকে বেঁচে যাওয়া ১২ জন এই ঘটনার কথা প্রকাশ করেন। প্রতিবছর ৩ এপ্রিল দিনটি দেওয়াছড়া চা বাগানের সকল শ্রমিক শ্রদ্ধার সঙ্গে পালন করে। (মুক্তিযুদ্ধ জাদুঘর সংগৃহীত তথ্যসূত্র: একাত্তরের বধ্যভূমি ও গণকবর – সুকুমার বিশ্বাস, পৃ.-১২১; যুদ্ধাপরাধ গণহত্যা ও বিচারের অন্বেষণ – ডা. এম এ হাসান, পৃ.-৩৪৮; সিলেটে গণহত্যা-তাজুল মোহাম্মদ, পৃ.-১৫৬-১৫৮)