সুনাই নদী তীর বধ্যভূমি
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দাসের বাজার ইউনিয়নের গুলুয়া গ্রামের নৃপেন্দ্র দাস একাধারে ছিলেন ডাক্তার, ইউপি সদস্য, সমাজসেবী ও আওয়ামী লীগের সক্রিয় কর্মী। পাকসেনা ও তাঁদের দোসর বশিরউদ্দিন নৃপেন্দ্র দাসকে দিন দুপুরে সুনাই নদীর তীরে ধরে নিয়ে বেয়োনেট দিয়ে গলা কেটে হত্যা করে। তারা এই বধ্যভূমিতে আরও অনেক বাঙালিকে নির্মমভাবে হত্যা করে। (মুক্তিযুদ্ধ জাদুঘর সংগৃহীত তথ্যসূত্র: মুক্তিযুদ্ধের আঞ্চলিক ইতিহাস, তৃতীয় খণ্ড – আবু মোহাম্মদ দেলোয়ার হোসেন সম্পাদিত, পৃ.-১৩৪; একাত্তরের বধ্যভূমি ও গণকবর – সুকুমার বিশ্বাস, পৃ.-১২৩; যুদ্ধাপরাধ গণহত্যা ও বিচারের অন্বেষণ – ডা. এম এ হাসান, পৃ.-৪৩৩)