শমসের নগর বিমানবন্দর বধ্যভূমি
মৌলভীবাজার জেলার শমসের নগর বিমান ঘাঁটি বৃটিশ আমলে নির্মিত হয়। মুক্তিযুদ্ধের আগে বিমান ঘাঁটিটি চালু না থাকায় ঝোপঝাড়ে পরিপূর্ণ ছিল। কমলগঞ্জের নিভৃত এই স্থানটিকে পাকহানাদাররা একাত্তরে বধ্যভূমি হিসেবে বেছে নেয়। প্রায় প্রতিদিন এলাকাবাসীদের ধরে এনে এখানে হত্যা করা হতো। এখানে শহীদ কয়েকজনের নাম-রমেশ দত্ত (শ্রীসূর্য), কৃপেশ দত্ত (শ্রীসূর্য), আপ্তার মিয়া (পতনঊষার), আব্দুল করিম (মনসুরপুর),সঈদ উদ্দিন (পতনঊষার) ও আব্দুল গনি মিয়া (কৃষ্ণপুর)। (মুক্তিযুদ্ধ জাদুঘর সংগৃহীত তথ্যসূত্র: সিলেটে মুক্তিযুদ্ধের স্মারক- তাজুল মোহাম্মদ, পৃ.-৬৮; একাত্তরের বধ্যভূমি ও গণকবর – সুকুমার বিশ্বাস, পৃ.-৩৯২; যুদ্ধাপরাধ গণহত্যা ও বিচারের অন্বেষণ – ডা. এম এ হাসান, পৃ.-৪৩২; মুক্তিযুদ্ধ কোষ, চতুর্থ খণ্ড – মুনতাসীর মামুন সম্পাদিত, পৃ.-৮০)