মৌলভীবাজার কোর্ট এলাকার পিটিআই বধ্যভূমি
মৌলভীবাজার প্রাইমারি টিচার ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) ছিল পাক হানাদার বাহিনীর ব্রিগেড হেড কোয়ার্টার। এখানে জেলার বিভিন্ন রাজনৈতিক নেতা-কর্মীসহ মুক্তিযুদ্ধের পক্ষের লোকজনকে ধরে এনে নির্যাতন চালানো হত। এখনও মুখে মুখে শোনা সেই নির্যাতনের কাহিনী বলে অনেকেই শিউরে উঠেন। পিটিআইতে পাক আর্মির টর্চার সেলে অনেকের উপর নির্যাতন চালিয়ে হত্যা করে কবর দেওয়া হয়েছে। এ তথ্য জানান, দেওয়ান আবুল খয়ের চৌধুরী সাবেক জেলা কমান্ডার মুক্তিযোদ্ধা সংসদ মৌলভীবাজার।
অন্যান্য সূত্রেও এ বধ্যভূমির উল্লেখ রয়েছে-পাক জল্লাদদের একটি বধ্যভূমি ছিল মৌলভীবাজার কোর্ট এলাকার প্রাইমারী টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই)। এখানে পাকসেনারা পঁয়ত্রিশ জনকে হত্যা করে। তারপর লাশগুলোকে একটি গর্তে কবর দেওয়া হয়। (মুক্তিযুদ্ধ জাদুঘর সংগৃহীত তথ্যসূত্র: সুকুমার বিশ্বাস, পৃ.-৩৯১-৩৯২; যুদ্ধাপরাধ গণহত্যা ও বিচারের অন্বেষণ – ডা. এম এ হাসান, পৃ.-৪৩৩; বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র, অষ্টম খণ্ড- হাসান হাফিজুর রহমান সম্পাদিত, পৃ.-৪৯৬; দৈনিক পূর্বদেশ, ২৬ ফেব্রুয়ারি ১৯৭২; দৈনিক সংবাদ, ২৬ ফেব্রুয়ারি ১৯৭২)