You dont have javascript enabled! Please enable it! সাধুবাবার বটতলা বধ্যভূমি - সংগ্রামের নোটবুক

সাধুবাবার বটতলা বধ্যভূমি

মুক্তিযুদ্ধকালে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার বর্তমান বিজিবি ক্যাম্প ছিল পাক সেনাদের ক্যাম্প। সেখানে মুক্তিযোদ্ধা সুদর্শন, মুকিত, রানু, সমর, শহীদকে নির্মমভাবে হত্যা করা হয়। তাঁদের লাশ পাওয়া যায়নি। ক্যাম্প সংলগ্ন এলাকায় সাধুবাবার বটগাছতলাকে পাকসেনারা বধ্যভূমি হিসেবে ব্যবহার করে। এখানে হানাদাররা বিভিন্ন স্থান থেকে লোকজন ধরে এনে হত্যা করত। স্বাধীনতার পর এই গাছতলা বহু নরকঙ্কাল ভরে ছিল।

অন্য যে সকল সূত্রে এ তথ্য রয়েছে – যুদ্ধাপরাধ গণহত্যা ও বিচারের অন্বেষণ – ডা. এম এ হাসান, পৃ.-৪৩১; মুক্তিযুদ্ধ কোষ, চতুর্থ খণ্ড – মুনতাসীর মামুন সম্পাদিত, পৃ.-১৮০; বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র, অষ্টম খণ্ড- হাসান হাফিজুর রহমান সম্পাদিত, পৃ.-৪৯৬; দৈনিক সংবাদ, ২৬ ফেব্রুয়ারি ১৯৭২। (মুক্তিযুদ্ধ জাদুঘর সংগৃহীত)