মেহেরপুর ভকেশনাল বধ্যভূমি
স্বাধীনতা যুদ্ধকালীন মেহেরপুর ভকেশনাল ট্রেনিং কলেজটি পাক বাহিনীর নির্যাতন কেন্দ্র ছিল। জেলার বিভিন্ন স্থান থেকে মুক্তিযোদ্ধাদের চোখ বেঁধে ধরে এনে এখানে নির্যাতন করা হত। নির্যাতন শেষে শত শত মুক্তিযোদ্ধা হত্যা করে লাশ ট্রাক বোঝাই করে নিয়ে বিভিন্ন ডোবা ও পুকুরে ফেলে দেওয়া হয়েছে। মুক্তিযুদ্ধের শেষের দিকে কিছু লাশ এখানে কবর দেওয়া হয়। স্বাধীনতার পর এখান থেকে শতাধিক মানুষের মাথা ও কঙ্কাল উদ্ধার করা হয়। কিন্তু এই জায়গাটি সংরক্ষণ করা হয়নি। (তথ্যসূত্র: তোজাম্মেল আযম রচিত – মেহেরপুরের ইতিহাস গ্রন্থ, প্রথম খণ্ড, পৃ.-১৩৩)