গোরস্থান পাড়া বধ্যভূমি
একাত্তরে যুদ্ধকালীন মেহেরপুরের গোরস্থান পাড়ায় পাক হানাদার বাহিনীর নির্যাতন কেন্দ্র ও বধ্যভূমি ছিল। স্বাধীনতার পর এখান থেকে উদ্ধারকৃত মানুষের মাথার খুলি ও হাড়গোড় অন্যান্য গণকবর থেকে উদ্ধারকৃত হাড়গোড়ের সঙ্গে একটি কেন্দ্রীয় গণকবরে রাখা হয়। পৌর কবরস্থানের পাশেই এই গণকবরটি। এখন এখানে নির্মিত হয়েছে কেন্দ্রীয় স্মৃতি সৌধ। (মুক্তিযুদ্ধ জাদুঘর সংগৃহীত তথ্যসূত্র: একাত্তরের বধ্যভূমি ও গণকবর – সুকুমার বিশ্বাস, পৃ.-১১২; যুদ্ধাপরাধ গণহত্যা ও বিচারের অন্বেষণ – ডা. এম এ হাসান, পৃ.-৪০২; মুক্তিযুদ্ধ কোষ, চতুর্থ খণ্ড – মুনতাসীর মামুন সম্পাদিত, পৃ.-১৬২; দৈনিক সংবাদ, ২১ মে ১৯৯৩)