You dont have javascript enabled! Please enable it! এ. আর. হাওলাদার জুট মিলস বধ্যভূমি - সংগ্রামের নোটবুক

এ. আর. হাওলাদার জুট মিলস বধ্যভূমি

মাদারীপুর শহরে এ. আর. হাওলাদার জুট মিলের অভ্যন্তরে ১৯৭১ সালে ৯ মাস ব্যাপী জেলার বিভিন্ন প্রান্ত থেকে কয়েক হাজার বাঙালিকে ধরে এনে অত্যাচার করে হত্যা করা হয়েছে। ধর্ষণ করা হয়েছে অগণিত নারীকে। জুট মিলের অভ্যন্তরেই এসব বাঙালির লাশ গণকবর দেয় পাক হানাদার বাহিনী।

অন্যসূত্রে প্রাপ্ত তথ্যে দেখা যায়-একাত্তরে মাদারীপুরে এ. আর. হাওলাদার জুটমিলে পাকহানাদার বাহিনী ঘাঁটি স্থাপন করে। এখানে তারা প্রতিদিন অসংখ্য মানুষকে ধরে এনে নির্যাতন করে হত্যা করতো। ১৯৭১ সালে ৯ ডিসেম্বর মাদারীপুর শত্রুমুক্ত হলে এখানে অসংখ্য নরকঙ্কাল ও নির্যাতনের অনেক চিহ্ন দেখতে পাওয়া যায়। (মুক্তিযুদ্ধ জাদুঘর সংগৃহীত তথ্যসূত্র: একাত্তরের বধ্যভূমি ও গণকবর সুকুমার বিশ্বাস, পৃ.-৪৩৮-৪৪০; যুদ্ধাপরাধ গণহত্যা ও বিচারের অন্বেষণ ডা. এম এ হাসান, পৃ.-৩৭৪; দৈনিক পূর্বদেশ, ২০ ফেব্রুয়ারি ১৯৭২; দৈনিক সংবাদ, ২৭ আগস্ট ও ১০ ডিসেম্বর ১৯৯৩; মুক্তিযুদ্ধ কোষ, প্রথম খণ্ড মুনতাসীর মামুন সম্পাদিত, পৃ.-৩০৪-৩০৫)।