পিটিআই বধ্যভূমি
মাগুরা শহরের সাতদোহা নবঙ্গা নদীর ঘাট ও পিটিআই স্কুলের বর্তমানে মহিলা ছাত্রীবাসের অদূরে রয়েছে বধ্যভূমি। যুদ্ধকালীন এখানে অনেককে হত্যা করা হয়। ইসলামি ছাত্র সংঘের রিজু ও কবীর ছিল মাগুরার বিখ্যাত কসাই। এঁরা মানুষ হত্যার জন্য যশোর সামরিক ছাউনি থেকে প্রশিক্ষণ নিয়ে এসেছিল। প্রতিদিন তাঁদের হাতে মারা যেত দশ থেকে ১২ জন লোক। পিটিআই স্কুল ছিল জেলার পাক হানাদারদের সবচেয়ে বড়ঘাটি। এখানে পাক সেনারা ক্যাম্প স্থাপন করেছিল। (মুক্তিযুদ্ধ জাদুঘর সংগৃহীত তথ্যসূত্র: একাত্তরের বধ্যভূমি ও গণকবর – সুকুমার বিশ্বাস, পৃ.-১৩১, ৪০৬; যুদ্ধাপরাধ গণহত্যা ও বিচারের অন্বেষণ – ডা. এম এ হাসান, পৃ.-৩৯৮; দৈনিক পূর্বদেশ, ২৯ মার্চ ১৯৭২; মুক্তিযুদ্ধ কোষ, দ্বিতীয় খণ্ড – মুনতাসীর মামুন সম্পাদিত, পৃ.-২৪০)।