You dont have javascript enabled! Please enable it! পাকা সেতু বধ্যভূমি - সংগ্রামের নোটবুক

পাকা সেতু বধ্যভূমি

মাগুরার বধ্যভুমিগুলোর মধ্যে ঢাকা-মাগুরা সড়কের (ঢাকারোড স্লুইচ গেট) পাকা সেতুটি (ব্রিজ) ছিল অন্যতম বধ্যভূমি। এই সেতুতে অসংখ্য বাঙালিকে হত্যা করা হয়েছে। পাক হানাদাররা বিভিন্ন গ্রাম থেকে যুবকদের ধরে এনে তাঁদের গলায় দড়ি বেঁধে ঝুলিয়ে তাঁদের দিত। তারপর গুলি করে উপর থেকে ছেড়ে দিত। পানিতে পড়ার শব্দের সঙ্গে সঙ্গে লাশগুলো তলিয়ে যেতো নবগঙ্গায়। স্বাধীনতার পর এইযে সেতুর আশে পাশে ছড়িয়ে ছিল অসংখ্য নরকঙ্কাল। (মুক্তিযুদ্ধ জাদুঘর সংগৃহীত তথ্যসূত্র: একাত্তরের বধ্যভূমি ও গণকবর সুকুমার বিশ্বাস, পৃ.-১৩১-১৩২, ৪০৬-৪০৭; যুদ্ধাপরাধ গণহত্যা ও বিচারের অন্বেষণ ডা. এম এ হাসান, পৃ.-৩৯৮; দৈনিক পূর্বদেশ, ২৯ মার্চ ১৯৭২; মুক্তিযুদ্ধ কোষ, দ্বিতীয় খণ্ড মুনতাসীর মামুন সম্পাদিত, পৃ.-২৩৯-২৪০)