বড়্গ্রাম ইউনিয়নের বধ্যভূমি
একাত্তরে মুক্তাগাছায় সহস্রাধিক মানুষ হত্যার শিকার হন। তার মধ্যে ২ অগাস্ট বড়্গ্রাম ইউনিয়নের মানকোন, বাজেমানকোন, দরিকৃষ্ণপুর, কাতলসার, কেজাইকান্দা, বুনবাড়িসহ ১০টি গ্রামে একদিনে ৫ শতাধিক নিরীহ গ্রামবাসী গণহত্যার শিকার হয়।
বড়গ্রাম ইউনিয়নের কাতলসার গ্রামে কয়াবিলের পাড়ে লাইনে দাঁড় করিয়ে গণহত্যা চালানো হয়। সেখানে একটি বধ্যভূমি নির্মাণ করা হয়েছে। এই এলাকার বেশ কয়েকটি গণকবর স্থানীয় একটি সংগঠন চিহ্নিত করেছে।