কুটিরহাট সেতু বধ্যভূমি
ফেনীর কুটিরহাট সেতু এলাকায় রয়েছে বধ্যভূমি। এখানে প্রায় ১১৩৪ জন নিরীহ গ্রামবাসীকে হত্যা করা হয়। এখানে পুলের নিচে অসংখ্য কঙ্কাল পাওয়া যায়। (মুক্তিযুদ্ধ জাদুঘর সংগৃহীত তথ্যসূত্র: একাত্তরের বধ্যভূমি ও গণকবর – সুকুমার বিশ্বাস, পৃ.-১৪৫; যুদ্ধাপরাধ গণহত্যা ও বিচারের অন্বেষণ- ডা. এম এ হাসান, পৃ.-৩৯১; মুক্তিযুদ্ধ কোষ, দ্বিতীয় খণ্ড- মুনতাসীর মামুন সম্পাদিত, পৃ.-৩৭৯; মুক্তিযুদ্ধের আঞ্চলিক ইতিহাস, প্রথম খণ্ড- আবু মোহাম্মদ দেলোয়ার হোসেন সম্পাদিত, পৃ.-৯৪)