You dont have javascript enabled! Please enable it! রেলওয়ে স্টেশন বধ্যভূমি - সংগ্রামের নোটবুক

রেলওয়ে স্টেশন বধ্যভূমি

একাত্তরের মে মাসে পাক বাহিনী ফেনী রেলওয়ে স্টেশন সংলগ্ন ডোবায় বহু লোককে ধরে এনে হত্যা করে। (মুক্তিযুদ্ধ জাদুঘর সংগৃহীত তথ্যসূত্র: বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ দলিলপত্র, অষ্টম খণ্ড- হাসান হাফিজুর রহমান সম্পাদিত, পৃ.-৫৫৮; মুক্তিযুদ্ধের আঞ্চলিক ইতিহাস – আবু মোহাম্মদ দেলোয়ার হোসেন সম্পাদিত, পৃ.-৯৪; দৈনিক আজাদ, ২৪ ফেব্রুয়ারি ১৯৭২)