পলিটেকনিক ইনস্টিটিউট বধ্যভূমি
বর্তমান ফেনী উপজেলা অফিসের পার্শ্ববর্তী ফেনী পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে রয়েছে একটি বধ্যভূমি। এখানে মুক্তিযুদ্ধের সমর্থক সন্দেহে ধরে এনে নির্যাতন চালিয়ে হত্যা করা হয়েছে অসংখ্য মানুষকে। স্বাধীনতার পর এখান থেকে উদ্ধার করা হয়েছে অসংখ্য মানুষের কঙ্কাল, হাড়গোড় ও খুলি। (মুক্তিযুদ্ধ জাদুঘর সংগৃহীত তথ্যসূত্র: একাত্তরের বধ্যভূমি ও গণকবর – সুকুমার বিশ্বাস, পৃ.-১৪৪; যুদ্ধাপরাধ গণহত্যা ও বিচারের অন্বেষণ- ডা. এম এ হাসান, পৃ.-৩৯০; মুক্তিযুদ্ধ কোষ, দ্বিতীয় খণ্ড- মুনতাসীর মামুন সম্পাদিত, পৃ.-৩৭৯)