You dont have javascript enabled! Please enable it! শ্রী অঙ্গন গণকবর - সংগ্রামের নোটবুক

শ্রী অঙ্গন গণকবর

১৯৭১ সালের ২১ এপ্রিল ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকার শ্রী অঙ্গনে কীর্তনরত ৮ সাধুকে পাকিস্তানি সেনারা গুলি করে হত্যা করে। শ্রী অঙ্গন কতৃপক্ষ জানায়, শহীদ ৮ সাধু হচ্ছেন কীর্তনব্রত ব্রহ্মচারী, নিদান বন্ধু ব্রহ্মচারী, অন্ধকানাই ব্রহ্মচারী, বন্ধু দাস ব্রহ্মচারী, ক্ষিতিবন্ধু ব্রহ্মচারী, গৌর ব্রহ্মচারী, চিরবন্ধু ব্রহ্মচারী এবং রবিবন্ধু ব্রহ্মচারী। এ শহীদদের স্মরণে শ্রী অঙ্গন চত্বরে ৮টি কালো ফলক নির্মাণ করা হয়েছে।