ঈশ্বরদী রেলওয়ে পাম্প হাউজ বধ্যভূমি
ঈশ্বরদীর প্রধান বধ্যভূমি ছিল স্থানীয় রেলওয়ের পরিত্যক্ত পাম্প হাউজ। রেলওয়ের এই পরিত্যক্ত পাম্প হাউজে কতো বাঙালিকে যে জবাই করে হত্যা করা হয়েছে তার হিসাব পাওয়া যায় না। স্বাধীনতার পর এখানে কুকুরগুলোকে লাশের শরীর থেকে মাংস খুবলে খেতে দেখে গেছে। পাম্প হাউজের ভেতরে চাপ চাপ রক্তের স্পষ্ট দাগ ছিল। এখানে বহুদিন পর্যন্ত শহীদদের গাদা গাদা হাড়গোড় পরে ছিল। এই পাম্প হাউজেই হত্যা করা হয় সামিনা, ইমু, ইকবাল, নাজির, এক হাজী সাহেবের পরিবারসহ অসংখ্য নিরীহ বাঙালি নারী-পুরুষ ও শিশুকে। (মুক্তিযুদ্ধ জাদুঘর সংগৃহীত তথ্যসূত্র: একাত্তরের বধ্যভূমি ও গণকবর – সুকুমার বিশ্বাস, পৃ.-৯৭; যুদ্ধাপরাধ গণহত্যা ও বিচারের অন্বেষণ- ডা. এম এ হাসান, পৃ.-৪১৯-৪২০; মুক্তিযুদ্ধ কোষ, দ্বিতীয় খণ্ড- মুনতাসীর মামুন সম্পাদিত, পৃ.-৩৫৪)