নগরবাড়ি ঘাট বধ্যভূমি
১৯৭১ সালের এপ্রিলে পাক বাহিনী নগরবাড়িতে স্থায়ী ক্যাম্প প্রতিষ্ঠা করে। এই ক্যাম্পেই ছিল নগরবাড়ি এলাকায় হামলা চালানোর কেন্দ্র। এখানকার বাড়ি-ঘর পুড়িয়ে ভস্মীভূত করে তারা। এছাড়া যুদ্ধকালীন সময়ে তারা নগরবাড়ি ঘাটকে বধ্যভূমি হিসেবে ব্যবহার করে। (মুক্তিযুদ্ধ জাদুঘর সংগৃহীত তথ্যসূত্র: মুক্তিযুদ্ধের কিছু কথা: পাবনা জেলা – আবুল কালাম আজাদ, পৃ.-৩৬; একাত্তরের বধ্যভূমি ও গণকবর – সুকুমার বিশ্বাস, পৃ.-৯৫; যুদ্ধাপরাধ গণহত্যা ও বিচারের অন্বেষণ- ডা. এম এ হাসান, পৃ.-৪১৮)