You dont have javascript enabled! Please enable it! নাগডেমরা বধ্যভূমি - সংগ্রামের নোটবুক

নাগডেমরা বধ্যভূমি

পাবনার হিন্দু অধ্যুষিত এলাকা সাথিয়া উপজেলার নাগডেমরা। ১৯৭১ সালের জুনে পাক বাহিনী নাগডেমরায় অতর্কিতে আক্রমণ চালায়। পাক হানাদাররা ঘরে ঘরে হানা দিয়ে হত্যা করে নারী ও শিশুদের। এছাড়া অবশিষ্ট গ্রামবাসীকে একটি খাদের ধারে নিয়ে লাইন করে দাঁড় করিয়ে গুলি করে হত্যা করে। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে কোলাহলপূর্ণ একটি গ্রাম বিরান অঞ্চলে পরিণত হয়। সেদিন হানাদাররা এখানে প্রায় ৩/৪শ’ নর-নারী, বৃদ্ধ-যুবক, শিশুকে হত্যা করেছিল। (মুক্তিযুদ্ধ জাদুঘর সংগৃহীত তথ্যসূত্র: মুক্তিযুদ্ধের কিছু কথা: পাবনা জেলা আবুল কালাম আজাদ, পৃ.-৩৮-৩৯; একাত্তরের বধ্যভূমি ও গণকবর সুকুমার বিশ্বাস, পৃ.-৯৫; যুদ্ধাপরাধ গণহত্যা ও বিচারের অন্বেষণ- ডা. এম এ হাসান, পৃ.-৪১৮)