খাটেহারা সেতু বধ্যভূমি
নরসিংদী শহরের অদূরে নরসিংদী-তারাবো সড়কে খাটেহারা সেতুটির অবস্থান। একাত্তরে পাক হানাদার বাহিনী বিভিন্ন স্থান থেকে বাঙালিদের ধরে খাটেহারা সেতুতে নিয়ে আসতো। এই সেতুর উপর দাঁড় করিয়ে গুলি করে হত্যা করত তারা। তারপর সেতুর আশেপাশে মাটিচাপা দিয়ে রাখতো। স্বাধীনতার পর খাটেহারা সেতুর আশেপাশে থেকে অসংখ্য কঙ্কাল উদ্ধার করা হয়। (মুক্তিযুদ্ধ জাদুঘর সংগৃহীত তথ্য সূত্র: দৈনিক সংবাদ, ৩ ফেব্রুয়ারি ১৯৭২; যুদ্ধাপরাধ গণহত্যা ও বিচারের অন্বেষণ- ডাঃ এম এ হাসান, পৃ.-৩৬৭; একাত্তরের বধ্যভূমি ও গণকবর – সুকুমার বিশ্বাস, পৃ.-২৩, ২৪)