জজ কোর্ট এলাকায় লঞ্চঘাট বধ্যভূমি
স্বাধীনতা যুদ্ধকালীন শত শত দেশপ্রেমিক মুক্তিকামী মানুষকে ধরে এনে নড়াইল ডাকবাংলোয় আটকে রেখে তাঁদের নাম তালিকাভূক্ত করত শান্তি বাহিনীর সদস্যরা। মাওলানা সোলায়মান যাদের নামের পাশে লাল কালি দিয়ে “রিলিজ ফর এভার” লিখে দিতো তাঁদের স্কর্ট পার্টি ও জল্লাদরা গভীর রাতে নড়াইল শহরের লঞ্চঘাটের পাল্টুনের ওপর নিয়ে জবাই করে হত্যা করে চিত্রা নদীতে ভাসিয়ে দিতো। এভাবে চেনা অচেনা সহস্রাধিক মানুষকে জবাই করে হত্যা করে বলে একাধিক সূত্রে জানা যায়। (তথ্য সূত্র: নড়াইল সদর উপজেলার চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শরীফ হুমায়ুন কবীর ও মুক্তিযোদ্ধা সাইফুর রহমান)