কুর্মিটোলা সেনানিবাস গণকবর
ঢাকা কুর্মিটোলা সেনানিবাস ও পুরাতন বিমানবন্দর এলাকার পাশে রয়েছে গণকবর। ১৯৭১ সালে পাকবাহিনী বিভিন্ন জায়গা থেকে প্রতিদিন অসংখ্য লাশ ট্রাকে করে এখানে ন্যে আসতো এবং গর্ত করে এসব লাশ মাটিচাপা দিয়ে বুলডোজার চালিয়ে দিত। এভাবে দিনের পর দিন এখানে অসংখ্য লাশ মাটিচাপা দেওয়া হয়। (মুক্তিযুদ্ধ জাদুঘর সংগৃহীত তথ্য সূত্রঃ একাত্তরের বধ্যভূমি ও গণকবর-সুকুমার বিশ্বাস, পৃ.-২৮; যুদ্ধাপরাধ গণহত্যা ও বিচারের অন্বেষণ – ডা. এম এ হাসান, পৃ.-৩৫৯; মুক্তিযুদ্ধ কোষ, দ্বিতীয় খণ্ড – মুনতাসীর মামুন সম্পাদিত, পৃ.-৪৩)