You dont have javascript enabled! Please enable it! মিরপুর বাংলা কলেজ বধ্যভূমি - সংগ্রামের নোটবুক

মিরপুর বাংলা কলেজ বধ্যভূমি

স্বাধীনতা যুদ্ধকালে পাকবাহিনী ঢাকার বিভিন্ন স্থান থেকে মানুষজন ধরে ঢাকার মিরপুর বাংলা কলেজের পিছনে এনে হত্যা করত। স্বাধীনতার পর এই স্থানে নরকঙ্কাল ছড়িয়ে থাকতে দেখা যায়। এছাড়া এখান থেকে আরও পাওয়া গেছে মেয়েদের শাড়ি, ব্লাউজ, চুল প্রভৃতি। এই স্থানটিতে অনেক নারীকে ধর্ষণ করে হত্যা করা হয়। এছাড়া এখানে যে জায়গাটিতে বহু মানুষকে হত্যা করা হয়, সেখানে ছিল একটি গভীর গর্ত। স্বাধীনতার পরবর্তী সময়ে এই গর্তে দেখা গেছে মানুষের চাপ চাপ রক্ত। (মুক্তিযুদ্ধ জাদুঘর সংগৃহীত তথ্য সূত্রঃ দৈনিক পূর্বদেশ, ৮ জানুয়ারি ১৯৭২; একাত্তরের বধ্যভূমি ও গণকবর-সুকুমার বিশ্বাস, পৃ.-২৩; যুদ্ধাপরাধ গণহত্যা ও বিচারের অন্বেষণ ডা. এম এ হাসান, পৃ.-৩৬৩; মুক্তিযুদ্ধ কোষ, তৃতীয় খণ্ড মুনতাসীর মামুন সম্পাদিত, পৃ.-২৯১)