এম. এন. এ. হোস্টেল বধ্যভূমি
ঢাকা শহরের এম. এন. এ. হোস্টেল ১৯৭১ সালে পাকবাহিনীর অন্যতম নির্যাতন কেন্দ্র ও বধ্যভূমিতে পরিণত হয়। এখানে অসংখ্য বাঙালিকে হত্যা করা হয়। পাকসেনারা গাজীপুর অস্ত্র কারখানা থেকে বেশ কয়েকজন বাঙালি অফিসারকে এখানে ধরে এনে হত্যা করে। (মুক্তিযুদ্ধ জাদুঘর সংগৃহীত তথ্য সূত্রঃ দৈনিক পূর্বদেশ, ১০ মে ১৯৭২; যুদ্ধাপরাধ গণহত্যা ও বিচারের অন্বেষণ – ডা. এম এ হাসান, পৃ.-৩৫৯; মুক্তিযুদ্ধ কোষ, প্রথম খণ্ড – মুনতাসীর মামুন সম্পাদিত, পৃ.-৩৫৬; বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ দলিলপত্র, অষ্টম খন্ড-হাসান হাফিজুর রহমান সম্পাদিত, পৃ.-৫১৪-৫১৫)