জগন্নাথ কলেজ গণকবর
মুক্তিযুদ্ধ চলাকালীন পুরো নয় মাস ঢাকার জগন্নাথ কলেজ ছিল পাক হানাদার বাহিনীর একটি ক্যাম্প। পাকসেনারা ঢাকার বিভিন্ন স্থানে হামলা চালিয়ে অসংখ্য বাঙ্গালিকে ধরে এনে এখানে হত্যা করেছিল। বাহাত্তরের ৮ জানুয়ারি কলেজ কতৃপক্ষ ছাত্র সংসদ কার্যালয়ের সামনে এই গণকবর খনন করে সাতটি কঙ্কালসহ ছেঁড়া কাপড়, জুতো ইত্যাদি উদ্ধার করে। (মুক্তিযুদ্ধ জাদুঘর সংগৃহীত তথ্য সূত্রঃ দৈনিক পূর্বদেশ, ১১ জানুয়ারি ১৯৭২; একাত্তরের বধ্যভূমি ও গণকবর-সুকুমার বিশ্বাস, পৃ.-৩১; যুদ্ধাপরাধ গণহত্যা ও বিচারের অন্বেষণ – ডা. এম এ হাসান, পৃ.-৩৫৮; মুক্তিযুদ্ধ কোষ, দ্বিতীয় খণ্ড – মুনতাসীর মামুন সম্পাদিত, পৃ.-১৩৪)