You dont have javascript enabled! Please enable it! কাঠিপাড়া গণকবর - সংগ্রামের নোটবুক

কাঠিপাড়া গণকবর

ঝালকাঠীর রাজাপুর উপজেলার শুক্রাগড় ইউনিয়নের কাঠিপাড়া গ্রামে একাত্তরের ১৭ এপ্রিল পাকবাহিনী ও রাজাকাররা গ্রামে ঢুকে পড়লে আশপাশের দু’তিন গ্রামের হিন্দু ধর্মাবলম্বী মানুষজন কাঠিপাড়া গ্রামের জঙ্গলে আশ্রয় নেয়। জঙ্গলের ভেতর থেকে শিশুর কান্নার শব্দ শুনে পাক সেনা ও রাজাকাররা হানা দিয়ে অসংখ্য পুরুষকে হত্যা করে সেখানেই গণকবর দেয়। সেদিন তারা কোনো নারীকে হত্যা করেনি বলে জানান, এলাকার শহীদ পরিবারের সদস্যরা এবং স্থানীয় মুক্তিযোদ্ধা শাহ আলম নান্নু। ২০০৯ সালে মাটি খুঁড়তে গিয়ে গণকবরটি নতুন করে আবিষ্কৃত হয়। উদ্ধার হয় অসংখ্য হাড়গোড় ও মাথার খুলি।