সচিলাপুর বধ্যভূমি
ঝালকাঠী সদর উপজেলার সচিলাপুর বিষখালী নদী পাড়ের একটি গ্রাম। এ গ্রামের দুই ভাই দিলীপ ও সঞ্জীব বসু এবং তাঁদের ছোত বোন রমবতী বসু মুক্তিযুদ্ধে অংশ নেন। একাত্তরের ২২ জুন গ্রামের নদীটির পাড়ে বাড়ি থেকে ধরে এনে রমাবতী বসু, তার দুই সহযোগী সোনাই ও কমলা এবং গ্রামের অপর তিন পুরুষকে (ছয় জন) গুলি করে হত্যা করা হয়। রমাবতীকে ধর্ষণের পর হত্যা করা হয়। জেলার একমাত্র শহীদ নারী মুক্তিযোদ্ধার ভাই দিলীপ বসু এসব কথা জানান। জেলা মুক্তিযোদ্ধা সংসদের তালিকায়ও এ স্থানের নাম নেই।