জগদীশপুর বধ্যভূমি
ঝালকাঠীর জগদীশপুর প্রাথমিক বিদ্যালয়ের পিছনে একাত্তরের বাংলা জৈষ্ঠ ও আষাঢ় মাসে গণহত্যা পাকবাহিনী। এখানে স্থানীয়দের সঙ্গে পেয়ারা বাগানে আশ্রয় নেওয়া অসংখ্য মানুষকে হাত বেঁধে লাইনে দাঁড় করিয়ে হত্যা করা হতো। যুদ্ধের সময় এই হত্যাকাণ্ড ছিল নিয়মিত ঘটনা। স্কুলের দেয়ালে সেই সব হত্যার চিহ্ন স্বাধীনতার পরও অনেকদিন ছিল। এ গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা হিরালাল সমাদ্দার এ বধ্যভূমির কথা জানান। ১৯৯৬ সালে স্থানীয়দের উদ্যোগে এখানে একটি শহীদ বেদী তৈরি করা হয়েছিল। সংস্কারের অভাবে সেটি ভেঙে গেছে।