শতদশকাঠী বধ্যভূমি
একাত্তরের গণহত্যার সাক্ষী ঝালকাঠীর শতদশকাঠী সতীলক্ষী বালিকা বিদ্যালয়ে পাকবাহিনী ক্যাম্প তৈরি করে। পেয়ারা বাগানে পালিয়ে আসা অসংখ্য সাধারণ মানুষকে ধরে এনে বাংলা জৈষ্ঠ ও আষাঢ় মাসে বিদ্যালয়টির পিছনের পুকুর ও খাঁল পাড়ে হত্যা করা হয়। বর্তমানে বিদ্যালয়টির পুরাতন কূপ এবং পুকুরের মধ্যে অসংখ্য মানুষের হাড় ও মাথার খুলি পাওয়া যায় বলে জানান স্থানীয় মুক্তিযোদ্ধা ও ইউপি সদস্য বীরেন মিস্ত্রী ও প্রত্যক্ষদর্শী প্রসান্ত হাওালাদার।