পৌর খেয়াঘাট বধ্যভূমি
ঝালকাঠি শহরের সুগন্ধা নাদী পাড়ে বর্তমান পৌরসভার খেয়াঘাট এলাকায় একাত্তরের ৩০ মে এক দিনেই ১০৮ জন বাঙালিকে হত্যা করা হয়। মুক্তিযুদ্ধের ন’মাসে সুগন্ধা নদী পাড়ের এ বধ্যভূমিতে অসংখ্য মানুষকে হত্যা করা হয়। মুক্তিযুদ্ধের স্থানীয় লেখক শ্যামল সরকার, স্থানীয় সাংবাদিক হেমায়েত উদ্দিন হিমু, স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ এবং প্রত্যক্ষদর্শীরা এমনটি জানান।
বিজয়ের ৪০তম বছরে স্থানীয় কয়েক যুবক ব্যক্তি উদ্যোগে এখানে একটি স্মারক নির্মাণ করে। বধ্যভূমিটি জেলার মধ্যে সবচে বড় গণহত্যার স্থান বলেই সবার কাছে পরিচিত।