চুয়াডাঙ্গা সদর হাসপাতাল বধ্যভূমি
যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ইবাদত আলী বলেন, “চুয়াডাঙ্গা সদর হাসপাতালের পেছনে ছিল একাত্তরের গণকবর। সদর হাসপাতালের টর্চার সেলে নারী পুরুষদের ধরে এনে নির্যাতন করা হতো। তারপর তাঁদের হাসপাতালের পিছনে নিয়ে গুলি করে হত্যা করা হতো। এখানে ছড়িয়ে ছিটিয়ে আছে অনেক গণকবর। স্বাধীনতার পর এখান থেকে শত শত মানুষের কঙ্কাল উদ্ধার করা হয়”।