ইপিআর ক্যাম্প বধ্যভূমি
তৎকালীন ইপিআর ক্যাম্পে বর্তমানে বিজিবি ব্যাটালিয়ান সদরে মহানন্দ নদীর তীরে ইপিআর সদস্য ও অসংখ্য নিরীহ মানুষকে এ স্থানে হত্যা করা হয়। নদী ভাঙ্গনে স্থান্টি বিলীন হয়ে গেছে। তবে ব্যাটালিয়ন সদরের সামনে শহীদ ইপিআর সদস্যদের নামের তালিকা সম্বলিত একটি স্মারক স্তম্ভ রয়েছে। অন্যসূত্রে – চাঁপাইনবাবগঞ্জের তৎকালীন ইপিআর বাহিনীর ৬ নং উইং হেডকোয়ার্টারের পেছনের দিকে মহানন্দ নদীর তীরে বধ্যভূমির সন্ধান পাওয়া গেছে। অনেক মানুষকে এখানে হত্যা করা হয়েছে। হত্যার পর লাশগুলো নদীতে ভাসিয়ে দেওয়া হয়। (মুক্তিযুদ্ধ সংগৃহীত তথ্য সূত্র: একাত্তরের বধ্যভূমি ও গণকবর – সুকুমার বিশ্বাস, পৃ.-৬৯, ২৭১-২৭৪; যুদ্ধাপরাধ গণহত্যা ও বিচারের অন্বেষণ – ডা. এম এ হাসান, পৃ.-৪০৮)