You dont have javascript enabled! Please enable it! রহনপুর এবি উচ্চবিদ্যালয়ের পাশে গণকবর - সংগ্রামের নোটবুক

রহনপুর এবি উচ্চবিদ্যালয়ের পাশে গণকবর

রহনপুর এবি উচ্চ বিদ্যালয়ে তৎকালীন ইপিআর অস্থায়ী ক্যাম্প গড়ে তোলে। মুক্তিযুদ্ধ চলাকালীন বিভিন্ন সময়ে বাড়ি থেকে মানুষকে ধরে নিয়ে এসে এ স্থানে হত্যা করে মাটি চাপা দেওয়া হয়। এর মধ্যে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের ঘাট নগর, গৌরিপুর, দরবারপুর, লক্ষীনারায়নপুর, গৌড়তলা, কাঞ্চনতলা ও নওদাপাড়ার একই দিনে ২৫০ জনকে ধরে এনে এই স্থানে হত্যা করা হয়। ২৫০ জনের মধ্যে ১৩৩ জনের নাম জানা গেছে। অন্যত্র বর্ণনা রয়েছে – চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানার রহনপুর হাই স্কুলের পেছনে পুনর্ভবা নদীন তীর ছিল পাক হানাদার বাহিনীর অন্যতম বধ্যভূমি। এখানে অসংখ্য লোককে ধরে এনে তারা হত্যা করে। (মুক্তিযুদ্ধ সংগৃহীত তথ্য সূত্র: একাত্তরের বধ্যভূমি ও গণকবর সুকুমার বিশ্বাস, পৃ.-৬৯, ২৭১-২৭৪; যুদ্ধাপরাধ গণহত্যা ও বিচারের অন্বেষণ ডা. এম এ হাসান, পৃ.-৪০৮)